Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ১০ জুন ২০২৩

ভক্ত-দর্শকদের জন্য সুখবর নিয়ে এলেন রাজ

সাম্প্রতিক সময়ে ব্যক্তিজীবন ঘিরেই আলোচনা-সমালোচনায় আছেন চিত্রনায়ক শরিফুল রাজ। নতুন কোনো কাজের খবর পাওয়া যাচ্ছিল না। ‘দামাল’ মুক্তির পর দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত এ অভিনেতা। অবশেষে ভক্ত-দর্শকদের জন্য সুখবর নিয়ে এলেন রাজ।

আসন্ন ঈদে ওটিটি প্ল্যাটফর্মে আসছেন তিনি। ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজ দিয়ে ছোট পর্দায় কামব্যাক করছেন রাজ। সাতপর্বের নতুন এই সিজনের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ম্যাক্স রহমান। এটি নির্মাণ করেছেন মেহেদি হাসিব

ইতোমধ্যে সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে। প্রায় ১ মিনিট দৈর্ঘ্যের টিজারটিতে অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন রাজ।

তিনি বলেন, “এই ওয়েব সিরিজটির গল্প দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকেরা আবার আমাকে খুঁজে পাবে। দেখার পর তাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এখন এর বেশি কিছু বলতে চাাচ্ছি না।”

‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজে রাজ ছাড়াও মুখ্য চরিত্রে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সুমন আনোয়ার, সাঞ্জু জন, সামিয়া অথৈসহ অনেকে।

ওয়েব সিরিজটি আসছে ঈদে একটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।

আইনিউজ/ই.উ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়