Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১১ জুন ২০২৩

যে কারণে সোশ্যাল মিডিয়া ছাড়তে চাইছেন কাজল 

বলিউড অভিনেত্রী কাজল। ছবি- সংগৃহীত

বলিউড অভিনেত্রী কাজল। ছবি- সংগৃহীত

বলিউডের এক সময়ের দারুণ জনপ্রিয় নায়িকা কাজল। শাহরুখ-কাজল জুটির সিনেমাগুলো দর্শকদের মনে এখনো জেগে আছে। বর্তমানে একদিকে যখন শাহরুখ খানের পাঠানে মাত পুরো সোশ্যাল মিডিয়া অঙ্গন ঠিক তখনি সোশ্যাল মিডিয়া থেকে বিরতির ঘোষণা দিলেন কাজল। এতোদিন সোশ্যাল সাইটে বেশ সরব থাকলেও হঠাৎ করেই সোশ্যাল সাইট থেকে সরে যাচ্ছেন এই নায়িকা। 

কেন সোশ্যাল সাইট থেকে বিরতি নিচ্ছেন সে কথাও অবশ্য জানিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, জীবনের সব থেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এখন তিনি। 

বিনোদন নিয়ে দীর্ঘদিন ধরে খবরের কাজ করে আসা পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা যায়, ইনস্টাগ্রামের পুরনো সব পোস্ট মুছে ফেলে বিরতি নেওয়ার ঘোষণা দেন কাজল। তবে ইনস্টাগ্রাম থেকে কাজল সব পোস্ট মুছে দিলেও টুইটারের আগের পোস্টগেুলো এখনও রয়ে গেছে।

ইনস্টাগ্রামের সবশেষ পোস্টে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে অভিনেত্রী লেখেন, ‘জীবনের কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি।’ সঙ্গে ক্যাপশন জুড়ে দেন, ‘বিরতি নিচ্ছি সোশাল মিডিয়া থেকে।’

তবে হুট করেই এমন সিদ্ধান্তের কোনো কারণ ব্যাখ্যা না করায় নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কমেন্ট বক্সে অনেকে ভালোবাসা প্রকাশ করে, দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন। কয়েকজন ভক্ত শুভকামনা জানিয়ে লিখেছেন, বিরতি নেওয়ায় কোনো অসুবিধা নেই। নিজের জন্য সময় নেওয়া প্রয়োজন।

আবার কেউ কেউ ধারণা করছেন, এটি কোনো প্রচারের অংশ হতে পারে। ‘দ্য গুড ওয়াইফ’ নামে একটি ওয়েব সিরিজের হিন্দি রিমেকে কাজ করছেন কাজল। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা সেই প্রচারের অংশ কিনা- এ নিয়ে চলছে আলোচনা। হয়ত নতুন ওয়েব সিরিজের প্রচারের জন্য তিনি এমনচা করেছেন। কেউ কেউ বলছে, পোস্টগুলো না মুছে সম্ভবত আর্কাইভ করে রেখেছেন কাজল।

শিগগিরই কাজলকে ‘লাস্ট স্টোরিজ টু’- এ দেখা যাবে। সবশেষ অভিনেত্রীকে ‘সালাম ভেঙ্কি’ সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়