Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ১৩ জুন ২০২৩

শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড নায়িকা

শাকিব খানের বিপরীতে বলিউডের এক নায়িকা অভিনয় করবেন-এমনটাই জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, 'ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে। ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। শাকিব খান হিরো। হিরোইন বলিউড থেকে নেয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর শুটিং শুরু হবে বেনারস থেকে।'

জানতে চাইলে অনন্য মামুন বলেন, 'সিনেমাটির শুটিং কবে করব ডেটও জানিয়ে দিয়েছি (৩০ সেপ্টেম্বর)। তাই এখানে কোনো সন্দেহ থাকার কথা নয়। আমরা একটি বড় প্রজেক্ট করতে চাচ্ছি। এজন্য আমাদের রেডি হতে সময় লাগছে। বাংলাদেশ-ইন্ডিয়ায় একসঙ্গে মুক্তি দেব।'

'সবকিছু এখন মোটামুটি রেডি করেছি। বর্তমানে শাকিব খান 'প্রিয়তমা'র শুটিং করছেন । এই ব্যস্ততা কমলেই তার সঙ্গে লিখিত চুক্তি প্রক্রিয়া সম্পন্ন করব,' বলেন তিনি।

এর আগে, অনন্য মামুন বলিউডের নেহা শর্মাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, 'মেয়েটিকে খুব ভালো লাগে।'

তাহলে নায়িকা হিসেবে শাকিবের বিপরীতে নেহা শর্মাকেই দেখা যাবে-এমন প্রশ্নই এখন ভক্তদের মনে।

আইনিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়