হেলাল আহমেদ, আই নিউজ
বাবা দিবসে বাবার শোকে ভাসলেন বাবাহারা চঞ্চল
আজ বিশ্বব্যাপী একযোগে পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি লুকায়িত ভালোবাসা প্রকাশের মুখ্যম দিন আজ। যেকারণে অনেকেই ১৮ জুন সারাদিন ফেসবুকসহ সোশ্যাল সাইটগুলোতে বাবার সাথে ছবি শেয়ারসহ বাবাকে নিয়ে অনেক কিছু লিখে পোস্ট করেন। কিন্তু যাদের বাবা মারা গেছেন তাদের বাবা দিবস কেমন কাটে?
সাম্প্রতিক সময়ে বাবা হারিয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুকে বাবা দিবসে বাবার স্মৃতিচারণের আর্তনাদে ভেসেছেন এই অভিনেতাও। বাবার স্মরণে লিখেছেন লম্বাচওড়া একটি স্ট্যাটাস। যেখানে বাবাকে ছাড়া দিন কাটানোর অব্যক্ত দুঃখের কথা প্রকাশ করেছেন তিনি।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাবার ছবি শেয়ার করে ক্যাপশনে চঞ্চল লিখেছেন-
বাবা হীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার,বিবর্ণ….যে সন্তান বাবাকে হারিয়েছে,সেটা কেবল সেই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমূদ্র,অকুল পাথার, বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।
সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোন সন্তান,আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তাঁর কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না।
ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন…..এই প্রার্থনা। সকল বাবা’র প্রতি শ্রদ্ধা।
আজ বাবা দিবস পালিত হচ্ছে সারা দুনিয়ায়। আপনিও চাইলে আপনার বাবাকে আজকের এই দিনে চমকে দিতে পারেন 'বাবা তোমাকে ভালোবাসি' কথাটি বলে। জীবনযাপনের কুটিল সময়ের পাঁকে পড়ে আমরা বুঝতেই পারি না আমাদের বাবাকে যে আসলে কখনোই বলা হয় না তাকে আমরা ভয়, ডরের বাইরে কতোখানি ভালোবাসি।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে