Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ২২ জুন ২০২৩

নিলামে ওঠছে মাইকেল জ্যাকসনের হ্যাট, দাম কোটির ওপরে 

প্রয়াত পপ-কিংবদন্তি মাইকেল জ্যাকসন। যার গান বা নাম শুনেনি এমন শিশুও হয়তো খুঁজে পাওয়া দুস্কর হবে। নাচ এবং গানের মুন্সিয়ানায় জ্যাকসন মাত করে রেখেছিলেন গোটা বিশ্বের শ্রোতাদের। সেই মাইকেল জ্যাকসনের মাথাত বিখ্যাত সেই কাল হ্যাটটি বিক্রির জন্য নিলামে তোলা হচ্ছে। যেটি বাংলাদেশি টাকায় কোটি টাকার ওপরে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। 

চলতি সেপ্টেম্বরে ফ্রান্সের প্যারিসে হ্যাটটি নিলামে তোলার কথা রয়েছে জ্যাকসনের হ্যাট। সেখানে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরোতে (প্রায় ৭০ লাখ ৮৬ হাজার থেকে ১ কোটি ১৮ লাখ টাকা) এটি সংগ্রহ করা যেতে পারে। ওই নিলামে সংগীত জগতের প্রায় ২০০ স্মারক তোলা হবে।

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় কালো রঙের হ্যাটটি পরেছিলেন জ্যাকসন। গান পরিবেশনের সময় তিনি ‘মুনওয়াক’ নাচ করেন, পরবর্তী যা তার ‘ট্রেডমার্ক’-এ পরিণত হয়।

আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে আয়োজিত ওই নিলামে মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের স্যুট ও মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও তোলা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়