Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ২৭ জুন ২০২৩
আপডেট: ১৮:১২, ২৭ জুন ২০২৩

এই ঈদে যেসব টিভিতে শোনা যাবে ড. মাহফুজুর রহমানের গান 

ড. মাহফুজুর রহমানের দাইমা গানের প্রচ্ছদ। ছবি- সংগৃহীত

ড. মাহফুজুর রহমানের দাইমা গানের প্রচ্ছদ। ছবি- সংগৃহীত

গত কয়েকবছর ধরেই ঈদে ধারাবাহিকভাবে একক গানের অনুষ্ঠান করে আসছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। শোনা গেছে এবারের কোরবানির ঈদেও দুইটি সঙ্গীত অনুষ্ঠান নিয়ে দর্শকের সামনে হাজির হবে তিনি। বাংলাদেশের মাত্র দুইটি টেলিভিশনে প্রচার হবে তাঁর সে অনুষ্ঠান দুইটি। 

ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, প্রতি বছরের মতো এটিএন বাংলায় একক সঙ্গীতানুষ্ঠানে ড. মাহফুজুর রহমান গান শোনাবেন। পাশাপাশি সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজও সে আয়োজন রেখেছে। ড. মাহফুজুর রহমানের মালিকানাধীন এ দুইটি টিভিতেই ঈদের দিন তাঁর গান শোনা যাবে।

এটিএন বাংলায় ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’। এই অনুষ্ঠানে থাকবে তাঁর গাওয়া ১১টি গান। এগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

গানগুলো হলো- ভেঙ্গে চুরে ছারখার, তোমার হাসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপিচুপি কাছে এসে, তোমায় খুঁজে বেড়ায়, ওই আকাশ নীলে দুজন এবং রিমিক্স দাইমা-৩ শিরোনামের গান।

এ ছাড়াও অনুষ্ঠানে থাকছে আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে শিরোনামের চারটি গজল।

এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’।  এই অনুষ্ঠানে থাকবে তাঁর গাওয়া ১০টি গান।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়