আই নিউজ ডেস্ক
এবার আলিয়ার মুখে ‘খেলা হবে’ স্লোগান
‘খেলা হবে’ স্লোগানটির স্রষ্টা বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমান। এটি প্রথমে বাংলাদেশে ভাইরাল হয়। পরে ভারতের পশ্চিমবঙ্গে স্লোগানটি জনপ্রিয় করেছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। সেখানে এ স্লোগান দিয়ে গান বানানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ভাইরাল স্লোগান ‘খেলা হবে’ এবার বলিউডে পৌঁছে গেছে। রীতিমতো চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে এটি!
আজ মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র ট্রেলার। পরিচালক করণ জোহরের এ ছবিতে বাঙালি নারীর চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে।
অন্যদিকে রণবীর সিং অভিনয় করেছেন পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞানশূন্য, পাঞ্জাবি তরুণের চরিত্রে। রানীর মা–বাবার চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়। ‘রকি রান্ধাওয়া’ রণবীরের পরিবারের সদস্য হিসেবে রয়েছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র।
ট্রেলারে দেখা গেছে, স্বভাবে মিল নেই রকি ও রানীর। দুই পরিবারও পরস্পরের থেকে আলাদা। তাই রানীর মনে হয়, রকির সঙ্গে তার জুটি বেমানান এবং তাদের আলাদা হয়ে যাওয়া উচিত। ওদিকে নাছোড়বান্দা রকি। অবশেষে তিন মাস একে অপরের পরিবারের সঙ্গে থেকে সবটা উপলব্ধি করার পরিকল্পনা তৈরি করে। প্রগতিশীল বাঙালি পরিবারে এসে রবীন্দ্রনাথের ছবি দেখে ‘দাদু’ প্রণাম করে বসে রণবীর!
এসব দেখে এই ছেলেকে মেয়ের জন্য ‘আনফিট’ তকমা দেয় টোটা-চূর্ণী। আবার আলিয়াকে একদম পছন্দ নয় জয়া বচ্চনের। তিনি বলে বসেন, ‘এদের প্রেমের দৌড় আমি না দেখালে আমার নাম ধনলক্ষ্মী নয়।’ সে সংলাপ শুনে পালটা আলিয়াকে বলতে শোনা যায়, ‘খেলা হবে।’ ছবির ট্রেলারের শেষ দিকে আলিয়াকে স্পষ্ট বাংলায় বলতে শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপ।
আলিয়ার মুখে ‘খেলা হবে’ শুনে অবাক টালিউড তারকারাও। শুভশ্রী-সৌমিতৃষারা ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে লেখেন, ‘খেলা হবে।’ এই খেলা কতটা জমজমাট হবে, তা জানা যাবে ২৮ জুলাই ছবি মুক্তির পর।
‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ দিয়ে অনেক দিন পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। তারকাবহুল এ ছবিতে আলিয়া, রণবীর ছাড়া আছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী প্রমুখ। এ ছবির ‘তুম কেয়া মিলে’ গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
ভারতের কাশ্মীরের শুটিং করা গানটিতে রণবীর সিং ও আলিয়া ভাটের রসায়ন পছন্দ করেছেন দর্শক।
আইনিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে