আই নিউজ ডেস্ক
আজ ঢাকায় কনসার্টে গান গাইবেন অনুপম রায়
আজ রাতে ঢাকায় ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।
গতকাল বুধবার দুপুরে ঢাকায় এসেছেন অনুপম রায়, রাতে ঢাকার এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন অনুপম। তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশের শ্রোতাদের সামনে গাইতে পারা তাঁর জন্য সব সময় আনন্দের। শ্রোতাদের সামনে আলোচিত বাংলা গানগুলোই আজ গাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আজ বিকেল পাঁচটার দিকে মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়।
সংবাদ সম্মেলনে অনুপম ছাড়াও কলকাতার তালপাতার সেপাই ব্যান্ডের সদস্যরাও ছিলেন। এর আগে গত ১০ মার্চ নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করে গেছেন অনুপম, এ বছর বাংলাদেশে এটি তাঁর দ্বিতীয় কনসার্ট।
২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে সাড়া ফেলে দেন অনুপম। এরপর একের পর এক তাঁর গান প্রশংসিত হয়েছে।
‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।
আইনিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে