হেলাল আহমেদ
সন্ধ্যাতারা নিয়ে আজ হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা
সন্ধ্যাতারা গানের মূল তিন শিল্পী সুনিধি, অর্ণব এবং অদিত রহমান।
যাত্রা শুরুর পর থেকেই একের পর এক গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদেরকে মাতিয়ে রাখছে কোক স্টুডিও বাংলা। এ ধারাবাহিকতায় আজ রাতে কোক স্টুডিও হাজির হচ্ছে সিজন ২ এর পরবর্তী গান সন্ধ্যাতারা নিয়ে। কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে সন্ধ্যাতারা শিরোনামের গানটি।
জানা গেছে, সন্ধ্যাতারা শিরোনামের গানটি যৌথভাবে গেয়েছেন সুনিধি নায়েক, ও শায়ান চৌধুরী অর্ণব। কোক স্টুডিওর আগের গান 'দেওয়ানা'র রেশ না কাটলেও শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষায় সুনিধি নায়েক ও অর্ণবের সন্ধ্যাতারা শোনার জন্য।
সন্ধ্যাতারা গানটির ব্যাপারে অর্ণব বলেন- আবহমান বাংলার বাউলগান পুরো ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে। সেখান থেকে প্রভাবিত সৃষ্টি হয় শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন ঘরানার। তৈরি হয় বিভিন্ন রাগ ও সুর। ভারতীয় ক্ল্যাসিক্যাল মিউজিকে বাংলাদেশি ফোক গানের অনেক প্রভাব আছে। সন্ধ্যাতারা গানের মাধ্যমে একটি জনপ্রিয় বন্দিশ গানের বাংলা অনুবাদ করা হয়েছে এবং কোক স্টুডিও বাংলা গানটির ফিউশন তৈরি করেছে।
এদিকে এই গানের মধ্য দিয়েই শিল্পী সুনিধি নায়েককে কোক স্টুডিও বাংলার সেটে প্রথমবারের মতো দেখতে পাওয়া যাবে। গানটির প্রসঙ্গে সুনিধি বলেছেন- এই গানের আমার গাওয়া অংশটুকু ভিন্ন এক ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। কোক স্টুডিও বরাবরই নতুন নতুন আয়োজন দিয়ে দর্শক-শ্রোতাদের চমক দিতে পছন্দ করে। সন্ধ্যাতারা-য়ও দর্শক-শ্রোতারা নতুনত্বের স্বাদে বিমোহিত হবেন বলে আশা করছি।
উল্লেখ, ঈদুল আজহার আগে মুক্তি পেয়েছিলো কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের আট নম্বর গান 'দেওয়ানা। কাওয়ালি এই গানের সুর-ছন্দ আর বৈচিত্র্যময় পরিবেশনার আনন্দের রেশ কাটতে না কাটতেই আরেকটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে