ইমরান আল মামুন
আপডেট: ০৭:০৯, ১০ জুলাই ২০২৩
হিরো আলম মডেল জীবন বৃত্তান্ত
বাংলাদেশ নির্বাচন কমিশন সেক্টরে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে হিরো আলম মডেল। এখন তাকে ডাকছে হিরো আলম নির্বাচন কমিশন। কেন তার এত জনপ্রিয়তা এবং তার নির্বাচন সংক্রান্ত যাবতীয় সকল তথ্যগুলো তুলে ধরা হচ্ছে আজকের এই আর্টিকেলের মাধ্যমে।
২০১৮ সালের পর থেকে পরপর গুগল ট্রেন্ডের শীর্ষ তালিকায় অবস্থান করছে বাংলাদেশের বিখ্যাত মডেল হিরো আলম। মডেল জগতে বর্তমানে থেমে নেই এখন তিনি নির্বাচন থেকে আরও অধিক উঁচু স্থানে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন। বিশেষ করে বর্তমান সমাজে অর্থাৎ নিউজ এর হট লাইনে রয়েছে এই বিখ্যাত মডেল। এই ধরুন আপনি যদি গুগলে সার্চ করেন " Bangladesh Hero, Bangladesh Actor" সবার প্রথমে আসবে হিরো আলমের নাম।
ফিল্ম ইন্ডাস্ট্রি, নির্বাচন ব্যতীত মানবসেবা কল্যাণে ও তার নাম রয়েছে শীর্ষ তালিকাতে। তো বেশ কয়েকদিন আগে হিরো আলম তার উপহারের গাড়িটি জনসাধারণ সেবার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স হিসেবে দিয়ে দিয়েছে। অনেকেই তাকে মানবতার ফেরিওয়ালা হিরো আলম বলে থাকে। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা মুক্তি পেয়েছে ইতিমধ্যে। প্রথম থেকে তার নেগেটিভ থাকলে বর্তমানে তার পজেটিভ রিভিউ এবং অনেক ফ্যান ফলোয়ার হয়েছে।
আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা হিরো আলমের সকল তথ্য সম্পর্কে জানবো এবং আরো জানবো তার জীবনী সম্পর্কে। আসুন তাহলে আর দেরি না করে এখন দেখে নেই কে এই হিরো আলম?
হিরো আলম মডেল জীবন বৃত্তান্ত
এখন আমরা জানবো কে এই হিরো আলম?
হিরো আলমের পুরো নাম হচ্ছে আশরাফুল আলম সাঈদ। তিনি বগুড়ায় জন্মগ্রহণ করেন। সে বগুড়ায় বেড়ে ওঠে। তার পিতার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক এবং মাতার নাম হচ্ছে আশরাফুন বেগম। মূলত তার মায়ের নামের সাথে মিল রেখে তার নাম রাখা হয় আশরাফুল। তার জন্ম সাল ১৯৮৫ সালের ২০ জানুয়ারি।
হিরো আলমের কর্মজীবন
তিনি তার জীবন সূত্রের প্রথমে তার নিজস্ব এলাকায় সিডি বিক্রির কাজ করতেন। এরপর তিনি স্যাটেলাইট টিভি সংযোগের মাধ্যমে ডিস লাইনের ব্যবসা শুরু করেন। সেখান থেকেই তার নেশার ঢুকে যায় সংগীত ভিডিও নির্মাণের দিকে। শখের বসে তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিও তৈরি করে। এরপর সে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে এবং ফেসবুকে। ২০১৬ সালের দিকে তিনি ফেসবুকে ব্যাপক ট্রলের শিকার হন। এছাড়াও তিনি বিখ্যাত বাংলাদেশের খেলোয়াড় মুশফিকুর রহিম সহ বেশ কয়েকজন সেলিব্রেটির সাথে সেলফি তুলে আরো ভাইরাল হয়ে যান। এরপর তার আর পিছনে দিকে ফিরে তাকাতে হয়নি।
এরপর বিবিসি হিন্দি, এনটিভি, জিনিউজ সহ বেশ কয়েকটি প্রথম সারির সংবাদপত্রে তাকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন তৈরি হয়। এরপর চলতে থাকে তার বিভিন্ন ধরনের ইন্টারভিউ এবং শর্ট ফিল্ম। শুধু বাংলাদেশের নয় তিনি ইন্ডিয়াতেও গুগলে সবচেয়ে বেশি সার্চ করার তালিকায় তার অবস্থান ছিল। হিরো আলমের প্রথম সিনেমা হচ্ছে মার ছক্কা, যা মুক্তি পায় ২০১৮ সালে। এরপর তিনি বেশ কয়েকটি পরপর সিনেমা রিলিজ করেন। তার দ্বিতীয় সিনেমা হচ্ছে সাহসী হিরো আলম। এই সিনেমাটি মুক্তি পায় ১৬ অক্টোবর ২০২০ সালে।
এরপর তিনি পরপর বেশ কয়েকটি শর্ট ফিল্ম এবং সিনেমা তৈরি করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবিতা নিয়ে মনোনিবেশ করেছিলেন। এ নিয়েও তাকে ব্যাপক কল করা হয়েছিল।
হিরো আলমের নায়িকা কে?
হিরো আলম শুধুমাত্র মডেল নয় তিনি এখন একজন নায়ক ও বটে। গুগলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সার্চ হয়ে থাকে হিরো আলমের নায়িকা কে। তার নায়িকারা হচ্ছে মৌ, রাবিনা বৃষ্টি, নুসরাত জাহান। এছাড়াও বর্তমানে তার সাথে অভিনয় করতে বেশ কয়েকটি স্বনামধন্য নায়িকারা। ইতিমধ্যে তার সাথে অভিনয় করেছে বাংলাদেশের বিখ্যাত ভিলেন পরিচিতি ডিপজল।
হিরো আলম মডেল বলে অনেকেই তুচ্ছ তাচ্ছিলতা করেছে এবং তিনি বর্ণবাদের শিকার ও হয়েছে। কিন্তু তাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি বর্তমান সময় পর্যন্ত তিনি সেলিব্রেটিদের তালিকায় অবস্থান করছে। তাকে নিয়ে এখন প্রতিবেদন আয়োজন করছে বিভিন্ন টিভির মাধ্যমে এবং পত্রিকাগুলো।
হিরো আলমের নির্বাচন কর্মকান্ড
হিরো আলম সর্বপ্রথম বগুড়া 4 আসন থেকে জাতীয় পার্টি পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র কিনেন। কিন্তু তার মনোনয়ন না পাবার কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তিনি মোট ভোট পেয়েছিলেন ৬৩৮ টি। ২০১৯ সালের মে মাসে তিনি আবার জাতীয় পার্টির সাংস্কৃতিক অঙ্গসংগঠনের জাতীয় সাংস্কৃতিক প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ২০২০ সালের ১০ই ডিসেম্বর বগুড়া উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তখন তিনি দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে তথ্য সংক্রান্ত ত্রুটি থাকার কারণে তার মননপত্র বাতিল করে দেন নির্বাচন কমিশন।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বগুড়ার উপনির্বাচনে মাত্র ৩৩৪ ভোট পান তিনি। যদিও তিনি হেরে গিয়েছিলেন তবুও তার সমর্থকরা তাকে উপাধি দিয়েছিলেন জনতার এমপি। এরপর চিত্রনায়ক ফারুক মারা যাওয়ার পর তার ঢাকা ১৭ আসন নির্বাচনে বেশ কয়েকজন মডেল এবং তারকারাও নমিনেশনের জন্য সরকারের নিকট আবেদন করেছিল। সেখানে হিরো আলম মডেলও সেখানে প্রার্থী ছিলেন। কিন্তু তিনি তার মনোনয়নপত্র পাননি। তবে এই আসনে উপনির্বাচনে এখন স্বতন্ত্র পার্টি হিসেবে থেকে নির্বাচন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। মহাখালী অঞ্চলে তিনি ভোট চাইতে গিয়ে হামলায় শিকার হন। এখানে অবশ্য তার মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়েছিল। তারপর তিনি পুনরায় আপেলের মাধ্যমে তার প্রার্থীতা ফিরে পান।
লেখক হিরো আলম
শুধুমাত্র তিনি মিউজিক ভিডিও তৈরি করেন না তিনি তার জীবনযাত্রা এবং তার মেধাকে কাজে লাগিয়ে একটি বই প্রকাশ করে ২১ বই মেলাতে। বইটির নাম হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দিব।
হিরো আলমের বউয়ের নাম কি?
এই মডেলের বউয়ের নাম জানতে চেয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। তার স্ত্রীর নাম হচ্ছে সাবিহা আক্তার সুমি। তার দুই টি মেয়ে ও একটি ছেলে রয়েছে। মেয়ে দুটি নাম হচ্ছে আখি এবং আলো। ছেলের নাম হচ্ছে কবির। স্ত্রী নির্যাতন মামলায় তাকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী মাসের ১৮ তারিখে তিনি মুক্তি পান।
হিরো আলম ১৭ উপ নির্বাচন
বর্তমানে তাকে নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এই উপনির্বাচন নিয়ে। তিনি এখন ঢাকা ১৭ আসন নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে। বেশ কয়েকটি টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার দেখা গিয়েছে এই নিয়ে। তবে ভোটারদের কাছে গিয়ে বেশ কয়েকটি জায়গায় তিনি বাধার সম্মুখীন হয়েছেন। তবুও তিনি তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই উপ নির্বাচন সংক্রান্ত সকল তথ্য আপডেট পেতে আমাদের এই আর্টিকেলটি নিয়মিত ভিজিট করুন।
হিরো আলমের পিক
অনেকে হিরো আলমের ছবি সম্পর্কে জানতে চান। আনস্মার্ট থেকে স্মার্ট হওয়ার পরিবর্তন অনেক মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। ২০১৬ সালে তার যেমন লুকিং ছিল তার থেকে অনেক পরিবর্তন এসেছে ২০২২ সাল থেকে। আমাদের ওয়েবসাইটের সমস্যার জন্য কারণে তার ছবিগুলো প্রকাশ করা সম্ভব হচ্ছে না। দ্রুত আপনাদের সামনে হিরো আলমের সকল পিকগুলো তুলে ধরব।
আজকের এই আর্টিকুলার মাধ্যমে আপনারা জানতে পারলেন হিরো আলম মডেল জীবন বৃত্তান্ত সম্পর্কে। এইরকম সকল সেলিব্রিটিদের সম্পর্কে জানতে আমাদের আই নিউজের সঙ্গে থাকুন।
এবার আলিয়ার মুখে ‘খেলা হবে’ স্লোগান
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে