Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ১৫ জুলাই ২০২৩

আমি জানি তুমি আমার স্ট্রং বয় : পরীমণি 

ছেলে রাজ্যের সঙ্গে নায়িকা পরীমণি।

ছেলে রাজ্যের সঙ্গে নায়িকা পরীমণি।

পরীমণির নাম বললে স্বামী রাজের নামটিও এসে যায় সহসা। সেই সঙ্গে আসে তাদের সন্তন রাজ্যের কথাও। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের চাইতে এই তিনজন পারিবারিক বিষয় নিয়েই যে মাত রেখেছেন মিডিয়া পাড়া। এবার ছেলে রাজ্যকে নিয়ে অসুস্থতার খবর লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। 

মাস দুয়েক আগে হঠাৎ করেই সেই সুখের ঘরে নেমে আসে কালো মেঘের ঘনঘটা। এরপর থেকে আলাদা থাকছেন দুজন। তবে ছেলেকে একা হাতেই সামলাচ্ছেন পরী।

সদ্য ১১ মাস পূর্ণ করে রাজ্য। ঘটা করে উদ্‌যাপনও করেছেন অভিনেত্রী। তার দু'দিন কাটতে না কাটতেই ছেলের অসুস্থতার খবর শোনালেন নায়িকা। এর কয়েকদিন আগে ছেলেকে নিয়ে হাসপাতালে কাটিয়েছিলেন তিনি।

শুক্রবার (১৪ জুলাই) মধ্যরাতে অসুস্থ ছেলেকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেন পরীমণি।

রাজ্যকে পদ্মফুল আখ্যা দিয়ে নায়িকা লিখেন, 'আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেয়ার দিনে আমি ভয়ে, কষ্টে, কান্নায় বার বার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ আছে বলেই হয়তো কাঁদতেও সহজ লেগেছিল আমার।

আজ প্রথমবার তোমার ক্যানলা করা হলো তোমার প্রথম ব্লাড টেস্টের জন্যে! আমি একা …তোমাকে বুকে ধরে সাহস জোগাই সামনের এমন আরো কঠিন দিনের জন্যে নিজেকে প্রস্তুত করি। অনেক কঠিনেরে মোকাবেলা করবো বলে।'

রাজ্যকে উদ্দেশ্য করে ঢালিউডের গ্লামারগার্ল লিখেন, 'আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বা টা কি। আমি তোমার আম্মাও আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।'

নায়িকার এমন স্ট্যাটাসে নেটিজেনদের অনেকেই নানা মন্তব্য করেছেন। সেই তালিকায় রয়েছেন শোবিজের অনেক তারকাও। চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, কিছু স্ট্যাটাসের সামনে ভাষাও হারিয়ে যায়। চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, চোখের পানি থামাতে পারছিনা। তুমিই ওর (রাজ্যর) আব্বু, তুমিই ওর আম্মু, তুমি ওর অন্যতম অভিবাবক। তুমি সেরা। নির্মাতা সাজ্জাদ খান লিখেছেন, আল্লাহ ভরসা। বেখেয়ালি বাবার এখনো একটু খেয়াল হচ্ছে না! চিত্রনায়িকা শিরিন শিলা লিখেন, আল্লাহ ভরসা ভেঙে পরিস না। আল্লাহ মহান আর তুই অনেক সাহসী মা।

উল্লেখ্য, সম্প্রতি পরীমণির স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক থেকে ছড়িয়ে পড়ে তিন নায়িকার গোপন ভিডিও। তারপর থেকেই তাদের সংসারে শুরু ঝামেলা।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়