আই নিউজ ডেস্ক
টাইটান ট্র্যাজেডি নিয়ে সিনেমা নির্মাণের গুজব উড়িয়ে দিলেন ক্যামেরন
কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন ত্রিশ বারেরও বেশি সমুদ্রের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষে গিয়েছেন এবং নির্মাণ করেছেন হলিউডের কালজয়ী চলচ্চিত্র 'টাইটানিক'। কিন্তু সম্প্রতি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ওশানগেটের একটি সাবমার্সিবল নিখোঁজ এবং পাঁচ আরোহীর মৃত্যুর ট্র্যাজেডি নিয়ে কোনো সিনেমা বানাবেন না তিনি। এ ধরনের গুজবকে সরাসরি অস্বীকার করেছেন অস্কারজয়ী এই নির্মাতা।
ক্যামেরন বলেছেন, "গণমাধ্যমে এ ধরনের অপমানজনক গুজবে আমি সাধারণত কান দেই না, কিন্তু এখন আমাকে দিতে হচ্ছে। আমি ওশানগেট সম্পর্কিত কোনো সিনেমার কাজে জড়িত নই এবং ভবিষ্যতেও থাকবো না।"
তবে ক্যামেরনের ওশানগেটের সাবমার্সিবল নিয়ে সিনেমা তৈরির গুজব অনেকেই বিশ্বাস করেছেন তার পূর্বের কাজের কারণেই। ৬৮ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতার 'টাইটানিক' ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পায়। তখন থেকেই একজন টাইটানিক বিশেষজ্ঞ হয়ে ওঠেন ক্যামেরন। সাম্প্রতিক দুর্ঘটনায় কর্তৃপক্ষ যখন ওশানগেটের সেই সাবমার্সিবল থেকে 'মানবদেহের অবশিষ্টাংশ' পাওয়া গেছে বলে জানায়, তখন ক্যামেরন এবিসি নিউজকে দেওয়া একটি সাক্ষাতকারে ওশানগেটের কড়া সমালোচনা করেন এবং এ বিপর্যয়ের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন।
'অ্যাভাটার' নির্মাতা বলেন, "ডিপ সাবমার্জেন্স ইঞ্জিনিয়ারিং কমিউনিটির শীর্ষস্থানীয় অনেকেই ওশানগেটকে চিঠি পর্যন্ত লিখেছিল; তারা লিখেছিল যে ওশানগেট যাত্রীদের নিয়ে যে অভিযান পরিচালনা করতে যাচ্ছে তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং এর জন্য অনুমোদন প্রয়োজন। টাইটানিক জাহাজডুবি এবং ওশানগেটের সাবমার্সিবল ধ্বংসের ঘটনার মধ্যে সাদৃশ্য দেখে আমি অবাক। টাইটানিক জাহাজের ক্যাপ্টেনকেও বারবার সতর্ক করা হয়েছিল বরফখণ্ডের ব্যাপারে, তাও সে চাঁদের আলো নেই এমন একটা রাতে ফুল স্পিডে জাহাজ সেদিকেই এগিয়ে নিয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ অসংখ্য মানুষের মৃত্যু হয়। আর সাম্প্রতিক বিপর্যয়ও ঘটেছে কারণ তারা সতর্কবার্তায় কান দেয়নি।"
গত জুনে মার্কিন কোস্টগার্ড টাইটানিকের ধ্বংসাবশেষের আশেপাশে নতুন কিছু ধ্বংসাবশেষ দেখতে পায়। কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায় যে, টাইটান নামক ওই সাবমার্সিবলের দেহকাঠামোর 'ভয়াবহ ধরনের অন্তর্মুখী সংকোচনের' কারণে পাঁচ আরোহীর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জেমস ক্যামেরনের হাতেও কাজের শেষ নেই। 'অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার' এর দুর্দান্ত সাফল্যের পর তৃতীয় অ্যাভাটার সিনেমার কাজ শুরু করে দিয়েছেন তিনি। এই থ্রিক্যুয়েলটি ২০২৫ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং এরপরে অ্যাভাটার সিরিজের আরও দুটি ছবি নির্মাণের কথা রয়েছে ক্যামেরনের।
আইনিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে