Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ১৬ জুলাই ২০২৩
আপডেট: ২০:৩৫, ১৬ জুলাই ২০২৩

এবার নিউইয়র্কে একসঙ্গে দাওয়াত খেতে গেলেন শাকিব-অপু

সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে পুরনো সম্পর্ক জোড়া লাগছে অপু বিশ্বাসের। এমন শিরোনামের খবর প্রকাশ করে সেই ইঙ্গিত দিয়েছিল বিভিন্ন অনলাইন গণমাধ্যম।

এরপর গতকাল নিউইয়র্কের রাস্তায় দেখা গেল সেই চিত্র। শাকিবের সঙ্গে দেখা গেছে অপু বিশ্বাসকে, সঙ্গে আছেন জয়ও। শাকিব খান ও অপু বিশ্বাসের সেখানে ঘোরাঘুরির একাধিক ভিডিও ক্লিপ হাতে এসেছে গণমাধ্যমের কাছে। 

তবে এবার জানা গেল নতুন খবর। এবার নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেল।
এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ তারকারাও উপস্থিত ছিলেন। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিচি সোলায়মান একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল শাকিব অপুকে।

জানা গেছে, অনেকের মতো নওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব খান তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান। তাদের একসঙ্গে দেখে অনেকের মনেই ফের সেই প্রশ্নই জোরালো হলো, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান? 

১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অপু বিশ্বাস। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু। ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ ৭ জুলাই যুক্তরাষ্ট্র আর কানাডায়ও মুক্তি পায়। সেজন্য  ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান।

সূত্র ঃ এনটিভি 

আইনিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়