বিনোদন ডেস্ক
অনলাইনেই দেখা যাচ্ছে সম্পূর্ণ সুরঙ্গ সিনেমা!
সুরঙ্গ সিনেমার পোস্টার। ছবি- সংগৃহীত
বাংলাদেশের সিনেমাপাড়ায় বেশকিছু দিন পরে আবারও আলোচনায় পাইরেসি ইস্যু। জানা গেছে এরিমধ্যে পাইরেসির শিকার হয়েছে বর্তমান সময়ের বহুল আলোচিত সিনেমা সুরঙ্গ। আফরান নিশো অভিনীত এই সিনামাটি এখন অনলাইনে বিভিন্ন সাইটে গিয়েই দেখতে পারছেন নেট ইউজাররা।
জানা গেছে, মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও ‘সুড়ঙ্গ’ সিনেমার টিকিট নিয়ে এখনও চলছে হাহাকার। দেশ ছাড়িয়ে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে কলকাতা, আমেরিকায়। সেখানেও দারুণ সাড়া মিলছে। এরইমধ্যে সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। ‘সুড়ঙ্গ’ সিনেমা এখন অনলাইনে দেখা যাচ্ছে। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে।
এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা আমাদের এখানে আসেনি। পাইরেসির খবর শোনার পর আমরা ইউটিউব ও ফেসবুকে ৪০০-৫০০ ভিডিও নামিয়ে ফেলেছি। আরও কিছু বাকি আছে। অন্য মাধ্যমগুলো থেকে সিনেমার ভিডিও নামনোর ব্যবস্থা করা হচ্ছে।’
প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় অভিষেক ঘটেছে নিশোর। প্রথমবার বড় পর্দায় অভিনয় করেই চমক দেখিয়েছেন আফরান নিশো। শাকিব খানের সিনেমা প্রিয়তমাও একই সময়ে মুক্তি পাওয়ায় এই দুইটি সিনেমার মধ্যে প্রতিযোগিতামূলক উন্মাদনা সৃষ্টি হয়েছে।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে