Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ২৫ জুলাই ২০২৩

অনলাইনেই দেখা যাচ্ছে সম্পূর্ণ সুরঙ্গ সিনেমা!

সুরঙ্গ সিনেমার পোস্টার। ছবি- সংগৃহীত

সুরঙ্গ সিনেমার পোস্টার। ছবি- সংগৃহীত

বাংলাদেশের সিনেমাপাড়ায় বেশকিছু দিন পরে আবারও আলোচনায় পাইরেসি ইস্যু। জানা গেছে এরিমধ্যে পাইরেসির শিকার হয়েছে বর্তমান সময়ের বহুল আলোচিত সিনেমা সুরঙ্গ। আফরান নিশো অভিনীত এই সিনামাটি এখন অনলাইনে বিভিন্ন সাইটে গিয়েই দেখতে পারছেন নেট ইউজাররা। 

জানা গেছে, মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও ‘সুড়ঙ্গ’ সিনেমার টিকিট নিয়ে এখনও চলছে হাহাকার। দেশ ছাড়িয়ে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে কলকাতা, আমেরিকায়। সেখানেও দারুণ সাড়া মিলছে। এরইমধ্যে সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। ‘সুড়ঙ্গ’ সিনেমা এখন অনলাইনে দেখা যাচ্ছে। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে।

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা আমাদের এখানে আসেনি। পাইরেসির খবর শোনার পর আমরা ইউটিউব ও ফেসবুকে ৪০০-৫০০ ভিডিও নামিয়ে ফেলেছি। আরও কিছু বাকি আছে। অন্য মাধ্যমগুলো থেকে সিনেমার ভিডিও নামনোর ব্যবস্থা করা হচ্ছে।’

প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় অভিষেক ঘটেছে নিশোর। প্রথমবার বড় পর্দায় অভিনয় করেই চমক দেখিয়েছেন আফরান নিশো। শাকিব খানের সিনেমা প্রিয়তমাও একই সময়ে মুক্তি পাওয়ায় এই দুইটি সিনেমার মধ্যে প্রতিযোগিতামূলক উন্মাদনা সৃষ্টি হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়