Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

রুপম আচার্য্য

প্রকাশিত: ১৯:৫৩, ২৮ জুলাই ২০২৩

গোধূলি লগনে রবীন্দ্রসঙ্গীতের সুরের ভেলায় মৌলভীবাজারে দর্শক মুগ্ধত

গোধূলি লগনেই চারিদিক অন্ধকারে ঢেকে যায়। বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবীন্দ্রসঙ্গীতের সুরের ভেলা দর্শক মুগ্ধতা ছড়ায়।

মৌলভীবাজার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৭ জুলাই) গানের সংগঠন 'সুরের ভেলা' আয়োজন করে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা। শ্রাবণের দ্বিতীয় সপ্তাহের বৃষ্টিমুখর সন্ধ্যা আর রবীন্দ্রসঙ্গীত একাকার হয়ে যায়।

অনুষ্ঠানে শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনায় একাডেমির অডিটোরিয়ামে আলো-আঁধার এক স্বর্গীয় আবহ সৃষ্টি করে। শিল্পীদের চমৎকার পরিবেশনায় মুগ্ধ করে রাখে দর্শক শ্রোতাদের।

বরাবরের মতো এবারও কলকাতা থেকে গান শোনাতে আসেন জনপ্রিয় শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা ও যুক্তরাজ্য থেকে নূরুল ইসলাম। সাথে ছিলেন ঢাকার শিল্পী সুস্মিতা মণ্ডল।

রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যায় ডোরা প্রেন্টিসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করে আগমনী ড্যান্স প্রোডাকশন হাউস। এরপরই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

মঞ্চে সুস্মিতা মন্ডলের কন্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান ‘আজ শ্রাবণের আমন্ত্রণে, দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে’ গানের মধ্যে দিয়ে শুরু হয় সঙ্গীত সন্ধ্যা। এরপর কলকাতা থেকে আগত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতার কন্ঠে ‘কোথা যে উধাও হল মোর প্রাণ উদাসী, আজি ভরা বাদরে’ গানের সুরের মূর্ছনায় শতাধিক দর্শক শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। তাছাড়া নুরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে’ গানটি গেয়ে শোনান।

অনুষ্ঠানে সুস্মিতা মন্ডলের কন্ঠে ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না’ গানটির সাথে আগত দর্শকরা ঠোঁট মিলিয়ে গাইতে দেখা যায়। এ যেনো এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। কলকাতার শিল্পী শ্রেয়া গুহঠাকুরতার গান শুনে বসে থাকা নিস্তব্ধ গ্যালারি ভর্তি দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে গেলেন। 

রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠান দেখতে আসা দর্শকরা বলেন, ‘অনুষ্ঠানটি অনেক সুন্দর এবং আয়োজনও ছিল অনেক ভালো। এ ধরনের অনুষ্ঠান বেশি বেশি হওয়া প্রয়োজন। শিল্পীরা অসাধারণ পরিবেশন করেছেন। এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান আরো হওয়া প্রয়োজন।

রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা উদ্বোধনের সময় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এম এ আহাদ, অ্যাডভোকেট প্রসেন দত্ত, ডা. দিলশাদ পারভীন, জেবিন চৌধুরী, অ্যাডভোকেট ডাড়লী ডেরিক প্রেন্টিস, নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, কাউন্সিলর অ্যাডভোকেট পার্থ সারথী পাল, সৈয়দ সলমান আলী প্রমুখ।

সুরের ভেলা’র সভাপতি রনজিৎ দত্ত জনি বলেন, ‘মূলত আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য সুস্থ সংস্কৃতি বিকাশ, রবীন্দ্র চর্চা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন নিয়ে কাজ করা। তাছাড়া বিভিন্ন সময়ে জতীয় প্রোগ্রামে আমরা আমাদের নিজস্ব শিল্পীর মাধ্যমে প্রোগ্রাম করে থাকি। প্রতিবছর আমরা একবার করে ভারত বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের নিয়ে স্টেজ প্রোগ্রাম করি। বিশেষ করে রবীন্দ্র চর্চা ও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার লক্ষ্যেই মূল উদ্দেশ্য।’

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়