আই নিউজ ডেস্ক
টেলর সুইফটের কনসার্টের কারণে সিয়াটলে ২.৩ মাত্রার ভূমিকম্প!
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে টেলর সুইফটের কনসার্টে ভক্তদের নাচানাচিতে ২.৩ মাত্রার ভূকম্পন হয়েছে বলে জানিয়েছেন একজন ভূকম্পবিদ।
সিয়াটলে ২২ ও ২৩ জুলাই ছিল টেলর সুইফটের কনসার্ট। সেখান থেকেই এই তথ্য নেওয়া হয়েছে। সিয়াটলে সুইফটের এই কনসার্ট ছিল তার 'ইরাস ট্যুর'-এর অংশ। চলতি বছরের ১৭ মার্চ এই কনসার্ট শুরু করেন এই তারকা। এ ট্যুর শেষ হবে আগামী ১৭ আগস্ট।
টেলর সুইফটের কনসার্টে বরাবরই ভক্তদের উপচে পড়া ভিড় থাকে। সিয়াটলে দুই দিনের কনসার্টে ১ লাখ ৪৪ হাজার ভক্তের সমাগম হয়েছিল। সিয়াটলের ওই কনসার্টে ভক্তদের চাপ এত বেশি ছিল যে সেটা ভূকম্পন তৈরি করেছে! আর সেই ভূকম্পনের মাত্রা ছিল ২.৩।
ভূকম্পবিদ ও ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির ভূতত্ত্বের অধ্যাপক জ্যাকি ক্যাপলান-অরবাখ নিশ্চিত করেন, সুইফটের ভক্তদের চাপ অথবা সাউন্ড সিস্টেমের কারণেই এই ভূকম্পন সৃষ্টি হয়েছে।
সুইফটের এই ঘটনা ২০১১ সালের রেকর্ড ভেঙে দিয়েছে। ওই বছর যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা মার্শন লিঞ্চ সিয়াটেল সিহকসের হয়ে মাঠে নেমেছিলেন। নিউ অরলিন্স সেন্টসের বিরুদ্ধে সেই খেলায় হাজার হাজার ভক্তের উন্মাদনা কারণে ২ মাত্রার ভূমিকম্প হয়।
২০১১ সালের ওই খেলা ও সুইফটের কনসার্টে কারণে সৃষ্ট ভূকম্পনের পার্থক্য মাত্র ০.৩ মাত্রা হলেও সুইফটের ঘটনায় কম্পন হয়েছে দুবার। এবং এবারের কম্পন খুব শক্তিশালী ছিল, যে কারণে তীব্রতা দ্বিগুণ মনে হয়েছে।
এ ঘটনার পর ইনস্টাগ্রামে টেলর সুইফট লিখেছেন, 'সিয়াটল সত্যিকার অর্থেই সব সময়ই আমার অন্যতম প্রিয় গন্তব্য। সবকিছুর জন্য ধন্যবাদ।'
আইনিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে