Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ২ আগস্ট ২০২৩

সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম

গেল ২৮ জুন মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তার অভিনীত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। এরই মধ্যে আরও একটি সু-খবর দিলেন এই নায়িকা।

নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। রাজধানীর ইস্কাটনে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। তার অভিনীত নতুন এই সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।

সিনেমাটি নিয়ে মিম বলেন, সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। ‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমার বিশ্বাস ভালো কিছু হবে। আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে।

এছাড়া এই সিনেমায় শহীদুল্লা কায়সারের ভূমিকায় অভিনয় করবেন মোস্তফা মনোয়ার।

আইনিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়