Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৫২, ৫ আগস্ট ২০২৩

রূপে-গুনে মুগ্ধতা ছড়ান জয়া!

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভক্তদের সামনে নিয়মিত বিভিন্ন অবতারে হাজির হন তিনি।

অভিনয় ক্যারিয়ারে ইতোমধ্যে দুই যুগেরও বেশি সময় পার করে ফেললেও এখনও রূপে, গুনে মুগ্ধতা ছড়ান জয়া। 

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সোনালী রঙের ড্রেসে জয়ার উপর থেকে যেন নজর সরানো যাচ্ছিলো না। কখনো সোফায় বসে ছিলেন, আবার কখনো জানালার বাইরে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তিনি। 

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘এখন আমি বুঝতে পারছি, কেনো তোমার উপর আকৃষ্ট হয়েছিলাম। কারণ আমাদের দুজনের মধ্যেই একই অন্ধকার ছিল।’

জয়ার সেই ছবিতে ভক্তরাও নানা রকমের মন্তব্য করছেন। কারো প্রশ্ন, ‘কাকে মিস করছেন অভিনেত্রী?’ কেউ লিখেছেন, ‘বয়সের ছাঁপ এখনও বোঝা যায় না’। কেউ আবার নায়িকার সৌন্দর্য্যর প্রশংসা করে গেছেন।

উল্লেখ্য, জয়াকে সর্বশেষ দেখা গেছে ওপার বাংলার ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা।

আইনিউজ/ইউএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়