Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ১৪ আগস্ট ২০২৩
আপডেট: ১৯:৩৮, ১৪ আগস্ট ২০২৩

বিয়ে করে স্বামীকে প্রকাশ্যে আনলেন ফারিণ  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এই সময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের নাম বললে যাদের নাম অনায়াসে চলে আসে তাসনিয়া ফারিণের নামও। অভিনয়, গায়কী সর্বগুণে গুণান্বিতা তিনি এমন কথাও মাঝেমাঝে ফারিয়াকে নিয়ে চাউর হয়। সেই ফারিন আট বছর প্রেম করার পর প্রেমিকের সঙ্গে একঘরে হয়েছেন। 

‘কারাগার’ ওয়েব সিরিজ় এবং ‘আরো এক পৃথিবী’ ছবির দৌলতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন এ পার বাংলাতেও পরিচিত মুখ। তাই তাঁর বিয়ের খবরে অনুরাগী মহলে খুশির হাওয়া বইছে এখন। অনেকেই ঢুঁ মারছেন ফারিনের ফেসবুক পেযে প্রিয় অভিনেত্রীর বিয়ের আপডেট তথ্য জানতে।

সোমবার (১৪ আগস্ট) সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তাসনিয়া। ফেসবুকের ওই পোস্টে তিনি লেখেন, ‘‘সাড়ে আট বছরের ভালবাসা অবশেষে ১১ অগস্ট পরিণতি পেল।’’ 

ফারিন পোস্টে জানিয়েছেন অভিনয়ে আসার অনেক আগে কলেজ জীবনে এই মানুষটিরই প্রেমে পড়েন তিনি। এই দীর্ঘ সময় ধরে নিজের সম্পর্ককে গোপনীয়তার আড়ালে মুড়ে রাখার কারণ হিসেবে তাসনিয়া লিখেছেন, ‘‘সময়ের সঙ্গে আমাদের জীবন বদলালেও সমীকরণ পাল্টায়নি। তাই আমরা আমাদের সম্পর্ককেও প্রকাশ্যে আনিনি।’’

ওই পোস্টে সেই প্রেমিকের নামও প্রকাশ্যে এনেছেন তাসনিয়া। তাঁর স্বামীর নাম শেখ রেজ়ওয়ান। কর্মসূত্রে তিনি বাংলাদেশের বাইরে থাকেন। তবে তাসনিয়া যে ছবি পোস্ট করেছেন সেখানে তাঁর স্বামীর সম্পূর্ণ মুখ দেখা যায়নি। তাসনিয়া জানিয়েছেন, পরিবার এবং নিকটাত্মীয়দের উপস্থিতিতে তাঁরা আইনি বিয়ে সেরেছেন। তাসনিয়া লিখেছেন, ‘‘ও বিদেশে থাকে বলে খুব দ্রুত সব করতে হয়েছে। কিন্তু ও দেশে ফিরলে বন্ধুবান্ধবদের সঙ্গে একটা ছোট্ট অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে।’’

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়