Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ১৫ আগস্ট ২০২৩

তিন দিনে ১৩৫ কোটি আয় করল ‘গদর ২’

গত সপ্তাহে মুক্তি পেয়েছে ১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে নির্মিত সিনেমা ‘গদর ২’। সানি দেওল অভিনীত এই ছবিটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। রোববার পর্যন্ত বক্স অফিসে ছবিটি প্রায় ১৩৫ কোটি টাকার ব্যবসা করেছে।

মুক্তির প্রথম দিনে ‘গদর ২’-এর ব্যবসার পরিমাণ ছিল ৪০ কোটি টাকা। শনিবার সেই অংক দাঁড়িয়েছে ৪৩ কোটি টাকায়। রোববার কিন্তু ছবিটি হাফ সেঞ্চুরি পেরিয়েছে! ব্যবসার পরিমাণ ৫১ কোটি ৭০ লাখ টাকা।

এই ছবির সাফল্যের জন্য সানি দেওলের ‘ম্যাজিক’কে কৃতিত্ব দিয়েছেন দর্শকরা। কিন্তু অভিনেতা বলছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, এই ছবির সাফল্যের কৃতিত্ব তার পুত্রবধূ দৃশা আচার্যকে দিতে চান। সম্প্রতি, ছেলে কর্ণ দেওলের বিয়ে হয়েছে। কর্ণের স্ত্রী দৃশা পরিবারে আসার পর সব কিছু বদলে গিয়েছে বলেই মনে করছেন সানি। কারণ কর্ণের বিয়েতে হেমা মালিনীর পরিবার উপস্থিত না থাকায় বিতর্ক দানা বাঁধে। কিন্তি ‘গদর ২’-কে কেন্দ্র করে সম্প্রতি মালিনী-কন্যা এষার সঙ্গে সানির দূরত্ব মিটেছে। 

এদিকে ‘গদর ২’-এর সাফল্যের পর সানি এখন আরও বেশি সংখ্যায় ছবি করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলেও শোনা যাচ্ছে।

আইনিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়