আই নিউজ ডেস্ক
এবার ফেসবুক লাইভে এসে যা বললেন চমক
শুটিং সেটে দুর্ব্যবহার ও সহশিল্পীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার দায়ে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে অভিনয় থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ড।
এ ঘটনায় মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে ফেসবুক লাইভে হাজির হন চমক। যেখানে তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হয়নি, আপনারা আজকের মধ্যে বিবৃতি পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরুন ! আমি শুটিং করে যাচ্ছি।’
চমক বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ সংঘের মতামত অনুযায়ী আমাকে নিষিদ্ধ করা হয়নি। আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে এখন সবাই কথা বলছে। কতিপয় লোকের ব্যক্তিগত আক্রোশের কারণে একজন অভিনেত্রীকে নিয়ে ছেলেখেলার মানে হয় না।’
অন্যায়কে কারোই প্রশ্রয় দেওয়া ঠিক নয় মন্তব্য করে চমক বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছিলাম ওইদিনের শুটিংয়ের ঘটনায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, আজ প্রমাণিত আমাকে অন্যায়ভাবে চুপ করিয়ে রেখে, সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে, কিছুলোক আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। এইধরনের অসাধু লোকের চাল কখনোই সফল হবে না।’
অভিনেত্রী বলেন, ‘গত ৪ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে শুটিং স্পটে যে ঝামেলা তৈরি হয়েছিল তার জন্য অভিনয়শিল্পী সংঘের রায়ে আমি আর্থিক জরিমানা ও ক্ষমা চেয়েছি। সে ঘটনার সমাধান হয়ে গেছে। কিন্তু হঠাৎই কারো মতামত না নিয়ে ডিরেক্টর গিল্ড ব্যক্তিগত আক্রোশে সম্মেলন করে। সেখানে আমাকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয়, যা অনুচিত। কারণ আমি ডিরেক্টর গিল্ডের সদস্য নই, আমি অভিনয়শিল্পী সংঘের সদস্য। তাই ডিরেক্টর গিল্ড আমাকে নিষিদ্ধ করতে পারে না।’
এর আগে নিষেধাজ্ঞার খবরে চমক বলেন, ‘ডিরেক্টর গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গেই আছে। ডিরেক্টর গিল্ড দেশের বড় আদালত নয়। এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে, কাজে বিরক্ত করে তাহলে পদক্ষেপ নেব।’
আইনিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে