Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ২৬ আগস্ট ২০২৩

আরও একবার গান শোনাতে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

একাধিক পরিচয়ে পরিচিত অঞ্জন দত্ত। সৃষ্টিশীল মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছেন নিয়মিত। সংগীত, অভিনয় ও পরিচালনা—সবখানেই নিজের মুনশিয়ানা দেখিয়েছেন। তবে সংগীতে যেন আলোটা একটু বেশিই কেড়েছেন। দুই বাংলাতেই রয়েছে তার অসংখ্য ভক্ত-শ্রোতা। এবার আরও একবার গান শোনাতে ঢাকায় আসছেন নন্দিত এই সংগীতশিল্পী।

জানা গেছে, কারখানা ও আর্কলাইট ইভেন্টস আয়োজিত ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক কনসার্টে অংশ নিতেই তার এবারের ঢাকা যাত্রা। সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকায় আসবেন তিনি। বেশ কিছু কারণে তারিখটি এখনই প্রকাশ করতে চাইছেন না আয়োজকরা।

তাদের কথায়, ‘ইতোমধ্যে অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় উঠবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবে ঢাকার শ্রোতারা।’

এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। যিনি সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ গানে বিপুল শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন।

আয়োজনটি নিয়ে সানি বলেন, ‘অঞ্জন দত্ত আমাদের একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তার গান দারুণভাবে প্রভাবিত করে আমাকে। সেই প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করবো, ভাবতেই আনন্দ লাগছে।’

শিগগিরই এই কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেই সঙ্গে জানানো হবে টিকিট ও লোকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য।

আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গত মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন ‘রঞ্জনা’, ‘বেলা বোস’ খ্যাত বরেণ্য এই শিল্পী।

আইনিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়