বিনোদন ডেস্ক
এবার বাংলাদেশি সিনেমার দেখা যাবে স্বস্তিকাকে
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবি- সংগৃহীত
কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয়ের বাইরেও যিনি সোশ্যাল সাইটগুলোতে থাকেন নানা আলোচনা-সমালোচনায়। জানা গেছে, এবার বাংলাদেশি সিনেমার আবারো দেখা যাবে এই অভিনেত্রীকে। প্রায় ১৪ বছর পর আবারো বাংলাদেশি সিনেমায় অভিনয় করবেন তিনি। সর্বশেষ ২০০৮ সালে এফ আই মানিক পরিচালিত শাকিব খানের বিপরীতে 'সবার উপরে তুমি' সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি।
কিন্তু এবার বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত 'আলতাবানু কখনো জোছনা দেখেনি' সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
সিনেমাটি নির্মাণ করবেন হিমু আকরাম। তিনি বলেন, 'চলতি বছরের ৭মে চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। এর প্রায় ছয় মাস আগে তাকে গল্পটি পাঠিয়েছিলাম আমরা। গল্পটি পড়ে বেশ উৎসাহী হন তিনি। এরই মধ্যে আমাকে দুইবার শিডিউলও দিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু চিত্রনাট্য মনের মতো তৈরি না হওয়ায় এখনো শুটিং শুরু করিনি। চিত্রনাট্যের প্রয়োজনে সিনেমার নাম পরিবর্তন হতে পারে। বর্তমানে চতুর্থ পর্যায়ে চিত্রনাট্যের কাজ চলছে।'
সিনেমায় স্বস্তিকার নায়কসহ অন্যান্য অভিনয়শিল্পী ঠিক হয়নি বলে জানান পরিচালক। যদিও কয়েকদিন আগে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে খবর রটে বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন স্বস্তিকা আর তার বিপরীতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
এ প্রসঙ্গে হিমু বলেন, 'নায়ক এখনো চূড়ান্ত হয়নি। এ সিনেমায় যিনি নায়ক হবেন, তাকে পর্দায় তিনটি ডাইমেনশনে নিজেকে উপস্থাপন করতে হবে। তাই হিরো নির্বাচনের জন্য আমরা একটু সময় নিচ্ছি। চঞ্চলের সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এখনো চুক্তিবদ্ধও হননি তিনি। তবে হিরো ঠিক হওয়ার পর খুব শিগগিরই আমরা তার নাম প্রকাশ করব।'
সিনেমাটির জন্য একজন শক্তিশালী অভিনেত্রীর প্রয়োজন। গল্পের প্রয়োজনে কিছু সাহসী দৃশ্যও আছে, যেটা হয়তো এদেশের শিল্পীরা করবেন না বলেই স্বস্তিকাকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান পরিচালক।
১৬ বছর ধরে নাটক নির্মাণ করছেন হিমু। এটি তার প্রথম সিনেমা। গল্পটিও তার। চিত্রনাট্য লিখছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আগামী নভেম্বরে সুন্দরবন, অষ্টগ্রামের হাওর, পুরান ঢাকা ও রাজেন্দ্রপুরে হবে সিনেমার শুটিং। আগামী বছরের কোনো এক ঈদের সময় সিনেমাটি মুক্তি পেতে পারে।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে