ইমরান আল মামুন
আপডেট: ১১:০২, ৮ সেপ্টেম্বর ২০২৩
জওয়ান বক্স অফিস কালেকশন
জওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে মিডিয়া পাড়াতে বিভিন্ন ধরনের আলোচনা। যেখানে অগ্রিম টিকেট বিক্রি করে
জওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে মিডিয়া পাড়াতে বিভিন্ন ধরনের আলোচনা। যেখানে অগ্রিম টিকেট বিক্রি করে আয় করেছে ২১ কোটি রুপি। এখানে সেখানে প্রথম দিনের ইনকাম কত সে বিষয়টি জানার জন্য আগ্রহ থাকতেই পারে সাধারণ দর্শক থেকে পরিচালক দেবে।
শাহরুখ খানের মুভি মানেই এক একটি ধামাকা এবং তাদের ভক্তদের জন্য একটি উপহার। এইতো বেশ কয়েক মাস আগে পাঠান মুভি থেকে বড় একটি ধামাকা দিল বলিউডে। এই মুভিটিও বিগত সকল রেকর্ড ভেঙে দিয়েছিল। আবার এই মুভিটি মুক্তি পাওয়ার পর পাঠানের রেকর্ড ভেঙ্গে দিয়েছে বক্স অফিস কালেকশনের দিক থেকে।
বাংলাদেশে জওয়ান মুভি রিলিজ
অনেকদিন থেকে কথা হয়ে আসছিল যে বাংলাদেশে জওয়ান মুভি রিলিজ হবে। এর মধ্যে বাধা আসে পরিচালক এবং অন্যান্য শিল্পী সমিতির লোকদের থেকে। হিন্দি সিনেমা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে এমনটাই জানিয়েছে তারা। এই নিয়ে তারা জোরদার প্রতিবাদ করেন। কিন্তু অবশেষে সত্যিই রিলিজ হয়েছে জওয়ান মুভি বাংলাদেশে। বেশ কয়েকটি হলে দেখানো হবে এই মুভিটি। বাংলাদেশসহ বিভিন্ন দেশের জওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব এখন।
প্রথম কোন বাইরের সিনেমা যেটি একই দিনে রিলিজ হল আমাদের বাংলাদেশে। সেটি হচ্ছে শাহরুখ খানের জওয়ান ছবিটি। যারা শাহরুখ ভক্ত রয়েছে তাদের কাছে এই ছবির মাধ্যমে নতুন এক ইতিহাস তৈরি হলো আমাদের বাংলাদেশে।
জওয়ান বক্স অফিস কালেকশন
আপনি শুনলে অবাক হবেন যে এই ছবিটি রিলিজের পূর্বেই ২১ কোটি রুপি আয় করে নিয়েছে। আবার প্রথম দিনেই এর ইনকাম দাঁড়িয়েছে ৭৫ কোটি টাকা। আশা করা যাচ্ছে এই সপ্তাহে তা ছাড়িয়ে যাবে প্রায় ৫০০ কোটি টাকা। ইতিমধ্যে পাঠান মুভির সকল রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে এই সিনেমাটি। আপনি জানলে অবাক হবেন এই মুভিটিও হচ্ছে সুপারস্টার শাহরুখ খানের। এখানে অভিনয় করেছেন তার সহ অভিনেত্রী হিসেবে দীপিকা। এছাড়াও এখানে দেখা যায় অন্য সুপারস্টার সালমান খানকে।
জওয়ান ডাউনলোড
মুভিটি প্রকাশিত হওয়ার পর অনেকেই হলে দেখছি কিন্তু যারা হলে দেখতে পারেনি তারা ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট খুজতেছেন। বিভিন্ন ওয়েবসাইটে এ মুভিটি পাওয়া গেলেও সেটি হচ্ছে হল প্রিন্ট। তবে অফিসিয়ালভাবে যখন এই মুভিটি মুক্তি পাবে তখন যদি আপনি ডাউনলোড করে দেখতে পারেন সেটি হবে লিগাল ওয়ে। এরকম চিন্তা ভাবনা থেকে বিরত রাখুন।
জওয়ান মুভি গান
ইতিমধ্যে এই মুভিটির গান জনপ্রিয়তা পেয়েছে ইউটিউব সহ বিভিন্ন ধরনের প্লাটফর্মে। এই ধরনের গান শুনতে চান তাহলে ইউটিউব থেকে আপনারা এই সকল গান শুনে নিতে পারেন। ইউটিউব থেকে এই ধরনের গান ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজভাবেই। জওয়ান বক্স অফিস কালেকশন পাশাপাশি এই গানগুলো অনেকে শুনে থাকেন।
জওয়ান এ অভিনয় করেছে কে কে
মুভিটির নাম শুনলে সর্বপ্রথমে যে কথাটি আসে সেটি হচ্ছে শাহরুখ খান। সে এ মুভিতে দুর্দান্ত অভিনয় করেছে একজন কমান্ডার চরিত্রে। তার সহযোগী হিসেবে ছিল নয়ন তারা দক্ষিণ অভিনেত্রী। আরো কারা কারা এই মুভিটিতে অংশগ্রহণ করেছিল।
- শাহরুখ খান
- নয়নতারা
- বিজয় সেতুপতি
- ঋদ্ধি ডোগরা
- আলিয়া কুরেশি
- জাফর সাদিক
- গণেশ গুরুং
- রুতুজা শিন্ডে
- বেনেডিক্ট গ্যারেট
- আস্থা আগরওয়াল
- আস্থা আগরওয়াল
- সঞ্জিতা ভট্টাচার্য
- অমৃতা আইয়ার
- কেনি বসুমাটারী
- গিরিজা ওক
- লেহার খান
- অশ্লেষা ঠাকুর
- প্রিয়ামণি
- সানিয়া মালহোত্রা
- সুনীল গ্রোভার
- যোগী বাবু
সময় এবং গ্রাফিক্সের কাজ করেছে আরো অনেক নির্মাতারা। বর্তমান সময় পর্যন্ত যে জওয়ান বক্স অফিস কালেকশন এসেছে তা নিয়ে পরিচালকরা সন্তুষ্ট প্রকাশ করেছেন দেখা যাবে শাহরুখ খান একজন কমান্ডার হিসেবে কাজ করছে এবং একদল নারীর সাথে সে সমাজের যুবকদের উৎসাহিত করছে।
আপনারা আজকের প্রতিবেদনে জওয়ান বক্স অফিস কালেকশন সম্পর্কে জানলেন। এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এবং গ্রোস কালেকশন সম্পর্কে জানতে আমাদের আপডেট গুলো দেখুন।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে