Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

রুপম আচার্য্য

প্রকাশিত: ১২:১৮, ৮ সেপ্টেম্বর ২০২৩

‘হাবিবি মাসাল্লাহ’ শিরোনামে সুস্মিতার নতুন গান প্রকাশিত

জনপ্রিয় লোকশিল্পী সুস্মিতা দে'র নতুন এরাবিয়ান গান প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘হাবিবি মাসাল্লাহ’। আবির ও শেখ হাকিম সাগরের লেখা ও সুর করা গানটি গত ৩০শে আগস্ট রিলিজ হয়। মূলত ‘হাবিবি মাসাল্লাহ’ একটি আরবি সিলেটি শহরের গান, যেটি গেয়েছেন বাংলাদেশ-ভারত খ্যাতিমান এই শিল্পী।

ক্লাসিক্যাল সঙ্গীত নিয়ে সুস্মিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতের উপর অনার্স করেছেন। সঙ্গীত নিয়েই তার চর্চা। তাছাড়া বিভিন্ন ধরনের গান গেয়ে থাকেন। মূলত আসামি, ফোক, ক্লাসিক্যাল ও রবীন্দ্রসঙ্গীত বেশী গেয়ে থাকেন। ভারতীয় চ্যানেল স্টার জলসার সুপার সিঙ্গারে অতিথি শিল্পী হিসেবে একজন প্রতিযোগির সাথে গান গেয়েছেন। বিভিন্ন টেলিভিশনে গানের শো করছেন। ইতিমধ্যে অনেকগুলো গান দর্শকদের উপহার দিয়েছেন।

শিল্পী সুস্মিতা দে এরই মধ্যে বাংলাভিশন, নাগরিক টিভি, আরটিভি ফোক স্টেশনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি গেয়েছেন অসাধারণ কিছু মৌলিক লোকগান। তাঁর গানের মধ্যে ‘সে আমারে ভালো বাসে নারে, কি মায়া লাগাইলা, সোনা বন্ধে, তুমি কই ছিলা রে, বাঁশি বাজায় কই?, তুমি ডাক দিলে, ট্যাংরা তবু কাটন যায়' এই গানগুলো সারাদেশের দর্শকদের কাছে অসংখ্য জনপ্রিয়তা পেয়েছে। তাঁর মধ্যে কিংবদন্তী সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ’র সঙ্গীতায়োজনে রাধারমণের ‘পূর্বে তোমার যে ভাব ছিল রে’ গানটি দর্শক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।

এরাবিয়ান গান সম্পর্কে সুস্মিতা দে বলেন, ‘গানটির কথা ও সুর আমি যখন শুনেছি, তখন আমার খুবই ভালো লেগেছে। ব্যক্তিগত ভাবেই ভীষণ পচ্ছন্দ হয়েছে। আশা রাখছি এই গানটিও আমার প্রিয় শ্রোতাদের ভালো লাগবে। তাছাড়া হাতে প্রচুর গান রয়েছে, কিন্তু মাস্টার্স পরীক্ষার কারণে গানের জন্য সময় বের করতে পারছি না। সকলের ভালোবাসা কাম্য। আমায় বরাবরের মতো ভালোবাসায় রাখুন।’

আইনিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়