রুপম আচার্য্য
বেস্ট ডিপ্লোমেটের কান্ট্রিহেড নির্মাতা নানজীবা খান
নানজীবা খান দেশের সর্বকনিষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও ইউনাইটেড ন্যাশনস সিমুলেশনের বেস্ট ডিপ্লোম্যাটের কান্ট্রি হেড। সুইজারল্যান্ডে ইউএন কনফারেন্সে একমাত্র এশিয়ান হিসেবে অংশগ্রহণ করে একই সাথে বাংলাদেশ ও এশিয়াকে প্রতিনিধিত্ব করেছেন।
বিশ্বের ১২৫ টি দেশের দুইশো জনেরও বেশি তরুণ প্রতিনিধিকে পিছনে ফেলে তার হাত ধরেই পরপর দুইবার বাংলাদেশ অর্জন করেছে ইউএন সিমুল্যাশন বেস্ট ডিপ্লোমেট অ্যাওয়ার্ড। মিশরে ও থাইল্যান্ডে এই স্বনামধন্য অ্যাওয়ার্ড অর্জন করে বাংলাদেশ।
তিনি ‘প্রজেক্ট ইয়ুথ ফ্রেন্ডলি বাংলাদেশ -এসডিজি ফর ইয়ুথ’ এর প্রজেক্ট ডিরেক্টর। এই প্রজেক্টে বাংলাদেশের বিভিন্ন পেশার স্বনামধন্য ২০০ জন জনপ্রিয় মুখের অংশগ্রহণে ফেইস পেইন্টের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কে তুলে ধরা হয়েছে।
১৭ বছর বয়সে নানজীবা খানের নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি আনওয়ান্টেড টুইন’ ইতোমধ্যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় চলচ্চিত্র উৎসব ও সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মাননা অর্জন করেছেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেস্টিভ্যাল প্রিমিয়ার হয়েছে। নির্মাতা হিসেবে মাত্র ১৩ বছর বয়সে অর্জন করেছেন ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। নির্মাণ করেছেন নোকিয়া, সনি, গিগাবাইটের মত স্বনামধন্য বহু দেশ-বিদেশী ব্যান্ডের বিজ্ঞাপন।
তিনি ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের (হ্যালো) সাবেক সাংবাদিক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেট অ্যাম্বাসেডর, ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি, ব্রিটিশ আমেরিকান রিসার্চ সেন্টার ও স্টাডিনেট অস্ট্রেলিয়ার ব্যান্ড অ্যাম্বাসেডর এবং ইউনিসেফ সাউথ এশিয়ার তরুণ প্রতিনিধি।
আইনিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে