Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

রুপম আচার্য্য

প্রকাশিত: ২০:২০, ৮ সেপ্টেম্বর ২০২৩

বেস্ট ডিপ্লোমেটের কান্ট্রিহেড নির্মাতা নানজীবা খান

নানজীবা খান দেশের সর্বকনিষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও ইউনাইটেড ন্যাশনস সিমুলেশনের বেস্ট ডিপ্লোম্যাটের কান্ট্রি হেড। সুইজারল্যান্ডে ইউএন কনফারেন্সে একমাত্র এশিয়ান হিসেবে অংশগ্রহণ করে একই সাথে বাংলাদেশ ও এশিয়াকে প্রতিনিধিত্ব করেছেন। 

বিশ্বের ১২৫ টি দেশের দুইশো জনেরও বেশি তরুণ প্রতিনিধিকে পিছনে ফেলে তার হাত ধরেই পরপর দুইবার বাংলাদেশ অর্জন করেছে ইউএন সিমুল্যাশন বেস্ট ডিপ্লোমেট অ্যাওয়ার্ড। মিশরে ও থাইল্যান্ডে এই স্বনামধন্য অ্যাওয়ার্ড অর্জন করে বাংলাদেশ। 

নির্মাতা নানজীবা খান

তিনি ‘প্রজেক্ট ইয়ুথ ফ্রেন্ডলি বাংলাদেশ -এসডিজি ফর ইয়ুথ’ এর প্রজেক্ট ডিরেক্টর। এই প্রজেক্টে বাংলাদেশের বিভিন্ন পেশার স্বনামধন্য ২০০ জন জনপ্রিয় মুখের অংশগ্রহণে ফেইস পেইন্টের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কে তুলে ধরা হয়েছে। 

১৭ বছর বয়সে নানজীবা খানের নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি আনওয়ান্টেড টুইন’ ইতোমধ্যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় চলচ্চিত্র উৎসব ও সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মাননা অর্জন করেছেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেস্টিভ্যাল প্রিমিয়ার হয়েছে। নির্মাতা হিসেবে মাত্র ১৩ বছর বয়সে অর্জন করেছেন ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। নির্মাণ করেছেন নোকিয়া, সনি, গিগাবাইটের মত স্বনামধন্য বহু দেশ-বিদেশী ব্যান্ডের বিজ্ঞাপন।  

তিনি ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের (হ্যালো) সাবেক সাংবাদিক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেট অ্যাম্বাসেডর, ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি, ব্রিটিশ আমেরিকান রিসার্চ সেন্টার ও স্টাডিনেট অস্ট্রেলিয়ার ব্যান্ড  অ্যাম্বাসেডর এবং ইউনিসেফ সাউথ এশিয়ার তরুণ প্রতিনিধি।

আইনিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়