আই নিউজ ডেস্ক
শাহরুখকে ‘দেবতা’র আসনে বসালেন কঙ্গনা
‘জাওয়ান’ ঝড়ে মাতোয়ারা সারাবিশ্বের সিনেমা প্রেমিরা। মুক্তির প্রথম দিনেই রেকর্ড ভেঙে দেড়শ কোটি রুপি আয় করেছে শাহরুখ খানের এই সিনেমা। ইতিমধ্যে হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের সিনেমার তকমা লাভ করেছে সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে ‘পাঠানে’র পর আবারও সর্বত্র শুরু হয়েছে শাহরুখ খানের জয়জয়কার। আর সেই বন্দনাতেও পিছিয়ে নেই অভিনেত্রী কঙ্গনা রনৌত। ‘জাওয়ান’ দেখে শাহরুখকে দেবতার আসনে বসিয়ে দিলেন কঙ্গনা।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সুযোগ বুঝে শাহরুখ বন্দনায় মেতেছেন কঙ্গনা রনৌত! ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানকে দেখে মুগ্ধ হয়ে তাকে সিনেমার ঈশ্বর বলে অভিহিত করলেন কঙ্গনা।
বরাবরই বলিউডের খান থেকে কুমারদের একহাত দেখে নিয়েছেন কঙ্গনা। কাউকেই কখনো তিনি ছেড়ে কথা বলেন না। এবার সেই কঙ্গনার গলাতেই উল্টো সুর।
অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন ‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে। প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কম নায়কোচিত নয়। যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয়, তাদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়-সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’
তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ সিনেমাতে দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। এছাড়া এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
আইনিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে