আই নিউজ ডেস্ক
তামিল সিনেমা নকল করে ‘জওয়ান’ বানানোর অভিযোগ!
ভারতে যখন বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ ঝড় বইছে তখনই ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল লোকের দাবি, একটি তামিল সিনেমার নকল করে ‘জওয়ান’ নির্মাণ করা হয়েছে।
মুলত এই আলোচনার শুরু এক ব্যক্তির অভিযোগকে কেন্দ্র করে। সামাজিক মাধ্যমে জনৈক ওই ব্যক্তি বলেছেন, ১৯৮৯ সালের তামিল চলচ্চিত্র ‘থাই নাডু’র গল্প অনুসরণ করে বানানো হয়েছে ‘জওয়ান’। সেই ছবিতেও সত্যরাজ শাহরুখের মতো পিতা ও পুত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ব্যক্তি ১৯৮৯ সালের ‘থাই নাডু’র পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জওয়ানের অরিজিনাল তামিল সংস্করণ- ১৯৮৯।’
যারা ‘থাই নাড়ু’ ছবিটি দেখেছেন তাদের অনেকেই একমত হয়েছেন যে দুটি ছবিতে সত্যিই মিল আছে অনেক। আবার কেউ কেউ বলছেন ‘জওয়ান’ ছবিতে দক্ষিণের সেই ছবির ছাপ থাকলেও গল্প মৌলিক।
এর আগেও ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে ‘বিগলি’ ছবি মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল। সেই সময় তেলেগু শর্ট-ফিল্ম নির্মাতা নন্দী চিন্নি রেড্ডি অভিযোগ করেছিলেন তার সিনেমা ‘স্লাম সসার’-এর নকল করে ‘বিগলি’ বানিয়েছেন অ্যাটলি। এরপর এই নির্মাতার ২০১৬ সালের সিনেমা ‘থেরি’-ও নকল করে বানানো বলে অভিযোগ উঠেছিল।
যদিও নকলের অভিযোগও থামাতে পারছে না ‘জওয়ান’ ঝড়। মুক্তির পর দুই দিনে বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশি কালেকশন করেছে সিনেমাটি। বিশ্লেষকরা মনে করছেন, এই আয়ের ধারা অব্যহত থাকবে সামনের দিনগুলোতেও।
আইনিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে