ইমরান আল মামুন
সত্যি হচ্ছে আয়মান সাদিক মুনজেরিন শহীদ বিয়ে
অবশেষে সত্যি হচ্ছে আয়মান সাদিক মুনজেরিন শহীদ বিয়ে। আর এই বিয়ের অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট ভাবে। মুনজেরিন শহীদ সাদিক বিয়ে নিয়েই প্রথম থেকে রয়েছে তাদের ভক্তদের উচ্ছ্বাস। টেন মিনিট স্কুলের এই প্রতিষ্ঠাতা বিয়েতে তার সকল ছাত্র সমতুল্যরা তাকে অভিনন্দন প্রকাশ করেছেন।
বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্লাটফর্ম হচ্ছে টেন মিনিট স্কুল। এর মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিদিন এখান থেকে নানা ধরনের শিক্ষা অর্জন করছে। কেউ শিখতেছে মার্কেটিং আবার কেউ শিখতেছে আবার কেউবা গণিত। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছে আয়মান সাদিক। ২০১৫ সালে শুরু হয় এই স্কুলে।
মূলত youtube প্ল্যাটফর্ম থেকে শুরু হয় এই টেন মিনিট স্কুল। প্রথমে তিনি নিজেই সকল কিছু করতেন এরপর সংযুক্ত করতে দক্ষ এবং অভিকর্ষ সকল টিচারদের। যুক্ত করলেন আরো অন্যান্য এক্সপার্টদের বিভিন্ন বিষয় পড়ানোর জন্য। একই সঙ্গে যুক্ত হলেন ইংরেজি টিচার হিসেবে মুনজেরিন শহীদ।
সত্যি হচ্ছে আয়মান সাদিক মুনজেরিন শহীদ বিয়ে
বিশেষ করে করোনা সময়ের পর এই দুজনের মধ্যে প্রচুর আলোচনা হয় টেন মিনিট স্কুল নেই। তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক গভীর হয়ে যায় তখন থেকেই। এই নিয়ে অনেকে গুজব ছেড়েছিল তারা নাকি বিয়ে করতে চলেছে। এমনকি টেন মিনিট স্কুলের শিক্ষার্থীরাও এটাই চেয়েছিল যে তারা খুব শীঘ্রই বিয়ে করবে। এমনকি মুনজেরিন শহীদের ফেসবুক পোস্টে আয়মান সাদিকের কমেন্ট দেখে অনেকেই এ বিষয়ে সন্দেহ করেছিল। সেই সন্দেহ নিশ্চিত হবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ তা নিশ্চিত বলে জেনে নিয়েছিল।
তবে যাই হোক তাদের অর্থাৎ আয়মান সাদিক মুনজেরিন শহীদ বিয়ে করতে চলেছেন এটার জন্য সবাই সন্তোষ প্রকাশ করেছে। আসুন এই দুইজন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।
মুনজেরিন শহীদ আয়মান সাদিক বিয়ে
প্রথমে আমরা জেনে নিব আয়মান সাদিক সম্পর্কে কিছু তথ্য। তিনি জন্মগ্রহণ করেন কুমিল্লাতে। তিনি বর্তমান সময়ে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং ইন্টারনেট এর জনপ্রিয় ব্যক্তিদের তালিকায় রয়েছেন। যেখানে অনলাইন ভিত্তিক শিক্ষা দান করা হয়ে থাকে। এই নিয়ে তিনি বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
অন্যদিকে মুনজেরিন শহীদ জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে কিন্তু তিনিও পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে চলে যান। ফিরে এসে টেন মিনিট স্কুলে যোগদান করে। এখান থেকেই আলোচিত এবং জনপ্রিয়তা অর্জন করে এই ব্যক্তি।
তবে যাই হোক তাদের এই মুহূর্ত নিয়ে সবাই অভিনন্দন প্রকাশ করেছেন। আয়মান সাদিক মুনজেরিন শহীদ বিয়ে করছেন এবং কোথায় করছেন এই সকল বিষয় জানতে আমাদের আই নিউজ এর সঙ্গে থাকুন। এই সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো আমরা দ্রুত আপডেট থাকবো আপনাদেরকে।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে