Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৩:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৩

প্রিয়তমা মুভি শাকিব খান

প্রিয়তমা মুভি শাকিব খান এর সফল সিনেমা গুলোর মধ্যে রয়েছে শীর্ষস্থানে। কারণ এই মুভির মাধ্যমে তার বিগত সকল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। তার সফল সিনেমা গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

বাংলাদেশের সিনেমা অবস্থা যখন শোচনীয় পর্যায়ে যাচ্ছিল ঠিক তেমনি ঘুরে দাঁড়ায় শাকিব খান। বিশেষ করে করোনা সময়ের পর যখন হলগুলো বন্ধ হয়ে আসছিল ঠিক এমন সময় ২০২৩ সালে নতুন আবাস ঘটে বিএফডিসিতে। এখানে শাকিব খানের জনপ্রিয় একটি সিনেমা রিলিজ হয় সেটি হচ্ছে প্রিয়তমা। এখানে অভিনয় করেছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। মূলত এই নায়িকার প্রথম সিনেমা হচ্ছে এটি।

যদিও শাকিব খান ইতিপূর্বে ওপার বাংলার অনেক নায়িকার সাথে কাজ করেছেন তবে এটি তার নতুন অভিজ্ঞতা দিয়েছে বলে জানিয়েছেন। অন্যদিকে এই নায়িকা জানিয়েছেন তার প্রথম সিনেমাটা এত হিট হওয়ার কারণে তিনি অনেক খুশি এবং স্বাচ্ছন্দ্যবোধ করেছেন।

তিনি আরো জানিয়েছেন যে এই সিনেমাটা দুর্দান্ত পারফরম্যান্স করবে এবং বক্স অফিসে হিট করবে তিনি পূর্বে থেকে জানতেন। কেননা শাকিব হচ্ছে বাংলাদেশের সুপারস্টার এবং তার প্রত্যেকটি মুভি সুপার ডুপার হয়ে থাকে। অত্যন্ত উচ্ছ্বাসিত এবং সে নিজেই কলকাতা থেকে ঢাকায় এসেছেন মুভিটি দেখার জন্য।

প্রিয়তমা মুভি শাকিব খান 

এটি হচ্ছে মূলত একটি রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র। এর মাধ্যমে বাংলাদেশের সকল ক্যাটাগরির এতগুলো তুলে ধরা হয়েছে। এর কথা এবং কাহিনী লিখেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ। প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এছাড়াও রয়েছে এখানে আরো ব্যক্তিবর্গ। যারা সিনেমাটি তৈরিতে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। আর যারা অভিনয় করেছেন তাদের নাম নিচে দেওয়া হল।

  • সুপারস্টার শাকিব খান
  • ইধিকা পাল
  • শহিদুজ্জামান সেলিম
  • ডন
  • কাজী হায়াত

এছাড়াও রয়েছে আরও অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষতা সম্পন্ন অভিনেতা অভিনেত্রীরা। যারা এই সিনেমাটিকে দিয়েছে আরো সুন্দরভাবে রূপ। ২০১৪ সালে এস কে ফিল্ম নামের নিজস্ব একটি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন শাকিব খান। এর প্রথম চলচ্চিত্র ছিল হিরো দ্য সুপারস্টার। এরপরে দ্বিতীয় মুভি হিসাবে প্রিয়তমা করার ঘোষণা দেন।

প্রিয়তমা গান ডাউনলোড

প্রিয়তমা শাকিব খান মুভিটির প্রায় চারটি গান রয়েছে। সিনেমা যেমন জনপ্রিয়তা অর্জন করেছে ঠিক তেমনভাবেই অর্জন করেছে এই গানগুলো। প্রত্যেক মানুষের মুখে মুখে বিশেষ করে শাকিব ভক্তদের বেশিরভাগ মুখে শোনা যাচ্ছে এই প্রিয়তমা গান। শাকিব ভক্তদের কাছে এই ছবিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে বলে জানিয়েছে গণমাধ্যমের কাছে। দেখি কোন কোন গান ছিল এই মুভিতে।

ও প্রিয়তমা
কুরবানী কুরবানী
ঈশ্বর
গভীরে

এই গানগুলো আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউব থেকে দেখতে পারেন এবং সেখান থেকে বিভিন্ন পদ্ধতিতে ডাউনলোড করে নিতে পারবেন। এই গানগুলা এখন লোকসমাজ থেকে শুরু করে সব জায়গায় মানুষ শুনতেছে প্রচুর পরিমাণে।

প্রিয়তমা মুভির ইনকাম কত টাকা

শাকিব ভক্তদের কাছে মুভিটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়ে। বর্তমান সময় পর্যন্ত এর ইনকাম দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকার উপরে। অনেকেই বলছে বেদের মেয়ে জোসনা সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। এই আয়ের অর্থাৎ ইনকাম দিক থেকে নিয়ে চলছে পূর্বে থেকে বেশ তর্ক বিতর্ক। কারণ অনেকেই বলছে প্রিয়তমা বেদের মেয়ে জোসনা সিনেমার রেকর্ড ভাঙতে পারেনি। কারণ এখনকার ১০ কোটি টাকা তখনকার ২ কোটি টাকার সমান। এই নিয়ে চলছে নানা ধরনের তর্ক-বিতর্ক। কিন্তু এ বিষয় নিয়ে কথা বলেনি শাকিব খান এবং তার পরিচালকরা। তবে এর ইনকামের পরিমাণ প্রায় 25 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে তারা। প্রিয়তমা মুভি শাকিব খান অবশ্যই মুভিটি সেরা তা জানিয়েছেন।

ঠিক একই সময়ে রিলিজ হয় আফরান নিশোর প্রথম ছবি সুরঙ্গ। দুইজনের ছবি মুক্তি পাওয়ার কারণে মানুষ করেছিল বিপাকে। দুইটি ছবি উপভোগ করেছেন সাধারণ দর্শকরা। তবে আফরান নিশো ভক্ত এবং শাকিব ভক্তদের মধ্যে ছিল প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক। কারণ প্রিয়তমা শাকিব খান ভক্তরা এবং সুরঙ্গ মুভি ভক্তরা সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের তর্ক-বিতর্ক পোস্ট দিয়ে যাচ্ছিল। যার কারণে এর বিতর্কের সৃষ্টি হয়েছিল।

সর্বপ্রথম প্রাথমিকভাবে ২০১৮ সালে ঈদের সময় এই মুভিটি মুক্তির পরিকল্পনা করেন। বিভিন্ন কারণে তার পিছে গিয়ে অবশেষে ২০২৩ সালে এসে জুন মাসের শেষের দিকে এইজন্য মাটির রিলিজ করা। সে সময় থেকেই বক্স অফিসে হিট করতে থাকে প্রিয়তমা মুভি শাকিব খান ।

শাকিব খান এখানে দুর্দান্ত অভিনয় করেছে সেটি আর বলতে হয় না। এখানে চমৎকার এই নায়িকা। তার ফানি মোমেন্টগুলো দর্শকদের মন কেড়ে নিয়েছে। প্রথম সিনেমা হিসেবে দুর্দান্ত এমন হিট করবে এটি ভেবে নিজেও অবাক। তবে যাই হল মালিকরা এবং অন্যান্য পরিচালকরা জানাচ্ছে এই সমস্ত অর্থাৎ এই ক্যাটাগরির মুভি তৈরি করলে তাদের হলগুলো পুনরায় ফেরত আসবে। পূর্বে না এত সকালে আবার হল মুখী হবে এবং বাংলা মুভি উপভোগ করবে।

প্রিয়তমা মুভি শাকিব খান ছাড়াও আরো অন্যান্য বিনোদনমূলক সকল তথ্য এবং খবর জানতে আমাদের আই নিউজ দেখুন। সকল বিনোদনমূলক নিউজগুলো সবার আগে দ্রুত দেওয়া হয়ে থাকে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়