Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০২৩

শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে চান স্যান্ডি সাহা 

ছবি- অনলাইন

ছবি- অনলাইন

নানা ধরনের অদ্ভুত কর্মকাণ্ড করে করে গত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় এক পরিচিত নাম স্যান্ডি সাহা। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিসেবেও পরিচিত। 

সম্প্রতি বাংলাদেশের মিডিয়াকে জানালেন তাঁর আরেক অদ্ভুত ইচ্ছার কথা। রাজি থাকলে স্যান্ডি সুপারস্টার শাকিব খানের তৃতীয় স্ত্রী হবার ইচ্ছা প্রকাশ করেছেন। 

বাংলাদেশে কোনো সেলিব্রেটি ক্রাশ আছে কি না? জানতে চাইলে স্যান্ডি বলেন, ‘আছে মানে অবশ্যই শাকিব খান। তিন নম্বর বউ আমিই হব। এর আগে অনেকবার হিরো আলম কিংবা অন্যদের নিয়ে যা বলেছি, তা মজা করেই বলেছি। তবে শাকিব খানের বিষয়ে আমি সিরিয়াস। আমি তিন নম্বর বউ হতে চাই শাকিব খানের। যদি সে আজকেই বিয়ে করতে রাজি থাকে তাহলে আজকেই বিয়ে করব তাকে।’

সারা বছর সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আজব কাজকর্মের জন্য আলোচনায় থাকেন স্যান্ডি সাহা। সম্প্রতি নাম লিখিয়েছেন কলকাতায় অভিনয় পাড়ায়ও। স্যান্ডির সব কাজকর্মই যেন প্রশংসনীয় বা মানুষ ভালোভাবে গ্রহণ করেন তা নয়। মাঝেমাঝে তীব্র বিতর্ক আর সমালোচনার মুখেও পড়তে হয় স্যান্ডিকে।  অবশ্য স্যান্ডি এসব গায়ে মাখেন বলে মনে হয় না। 

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়