Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০১, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নয়নতারার অভিমান শাহরুখ  ভাঙাতে পারবেন? 

জাওয়ান সিনেমার একটি রোমান্টিক গানের দৃশ্যে শাহরুখ খান ও নয়নতারা। ছবি- সংগৃহীত

জাওয়ান সিনেমার একটি রোমান্টিক গানের দৃশ্যে শাহরুখ খান ও নয়নতারা। ছবি- সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ এবং দক্ষিণী সিনেমার টপ নায়িকা নয়নতারা। তাঁদের দুজনে অভিনীত ‘জওয়ান’ সিনেমা মুক্তির পর থেকেই আলোচনার তুঙ্গে আছে। কিন্তু শোনা যাচ্ছিল ‘জওয়ান’ সিনেমা মুক্তি পাওয়ার পর বেশ খেপেছেন এ সিনেমার নায়িকা নয়নতারা।বলেছেন, বলিউডে আর কখনও অভিনয় করবেন না তিনি।এবার অভিনেত্রীর রাগ ভাঙাতে আবেগঘন এক টুইট করেছেন বলিউড বাদশা শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, দক্ষিণী তারকা নয়নতারা ‘জওয়ান’ সিনেমা সাইন করতে রাজি তখনই হয়েছিলেন, যখন তাকে জানানো হয় তিনিই এ সিনেমার নায়িকা।

কিন্তু সিনেমা হলে মুক্তি পাওয়ার পর ‘জওয়ান’ দেখে নয়নতারার রাগ হয়। কেননা, তাঁর মতে, পুরো সিনেমায় নায়িকা ভূমিকায় থাকা সত্বেও প্রাধান্য দেয়া হয়েছে দিপীকা পাডুকোনকে। সংবাদমাধ্যমে জানিয়েছেন আর কোনোদিন বলিউডে অভিনয়ও করবেন না তিনি। অবশ্য, এর সবই গুঞ্জন। 

এদিকে সপ্রতি নয়নতারাকে কেন্দ্র করে টুইটারে আবেগঘন পোস্ট দিয়েছেন শাহরুখ। পোস্টে ‘জওয়ান’ সিনেমায় নয়নতারার অভিনীত চরিত্র নর্মদাকে উদ্দেশ্য করে শাহরুখ লিখেছেন, ‘নর্মদার চরিত্রটা আমারও খুব ভালো লেগেছিল। দুর্ভাগ্যবশত, ছবির প্রেক্ষাপট অনুযায়ী ওই চরিত্রে জায়গা কিছুটা কমাতে হয়েছে। যার ফলে স্ক্রিন টাইম কমেছে নর্মদার। তবে চরিত্রটা সত্যিই অসাধারণ ছিল।’

আচমকা শাহরুখ কেন নর্মদা চরিত্র নিয়ে এমন পোস্ট দিলেন তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। তবে কি শাহরুখ নয়নতারা ক্ষোভের বিষয়টি জানেন এবং স্বীকার করেছেন! ভক্তদের ভাবনা, শাহরুখ হয়তো পোস্ট দিয়ে অভিমান করা নয়নতারার অভিমান ভাঙানোর চেষ্টা করছেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়