মো. রওশান উজ্জামান রনি
আপডেট: ২০:৫২, ৫ অক্টোবর ২০২৩
প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
প্রিন্স মামুন এবং লায়লা। ছবি- সংগৃহীত
প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ। লাইভে এসে কাঁদতে কাঁদতে মামুনের মুখোশ খুলে দিয়েছেন লায়লা। বলেছেন আমি বয়সে বুড়ি তুমি সবসময় বলো। কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবেসেছি। মামুন তুমি আমার থেকে কোটি কোটি টাকা নিয়েছো, গাড়ি নিয়েছো, বাড়ি নিয়েছো, তুমি লোভী পরে আমাকে বিয়ে করেছো ছি মামুন ছি।
প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ নিয়ে লায়লা বলেন, মামুন আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, গাড়ি-বাড়ি নিয়েছে এই জন্য ও এইসবের লোভে পড়ে সে আমাকে বিয়ে করেছে ছি মামুন। এতদিন লাখ লাখ থেকে কোটি কোটি টাকার জিনিস তুমি আমার থেকে নিয়েছো। আর বাকি ছিল আমার বাবার রেখে যাওয়া সে বাড়ি।
লায়লা বলেন আমি দেখতে ভুড়ি, আমি দেখতে খারাপ সেটা আমি জানি। কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবেসেছি। মামুন আমার থেকে অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়েছে। এগুলোর লোভে পড়ে মামুন আমাকে বিয়ে করেছে। আমার বাবা মায়ের দেওয়া বাড়িটি আমি তাকে লিখে দিতে পারিনি। এজন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। মামুন আমার বাবা-মায়ের রেখে যাওয়া এই বাড়িটি পর্যন্ত হাতিয়ে নিতে চেয়েছে। আমার বাবা রেখে যাওয়া যা যা ছিল আমি মামুনকে সব দিয়েছি। কিন্তু আমি এ বাড়িটি তাকে দিতে পারিনি।
একটা বাড়ির জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না। লায়লা
মামুন শশুরের টাকায় টিকটক কাঁপাচ্ছে এমনটাই বলছেন লায়লা। লায়লা বলেন মামুন আমার টাকা দিয়ে এত বড় সেলিব্রিটি হয়েছে। সে আমার বাবার বাড়িটি অনেকদিন পর্যন্তও চাচ্ছিল। আমি যাতে তাকে সেটা লিখে দিই। আমি জানি মামুন তোমার চাহিদা এই বাড়িটি। কিন্তু এ বাড়িটি আমার বাবা-মায়ের। তাই আমি এটা তোমাকে দিতে পারিনি। তার জন্য তুমি আমাকে রেখে চলে গেছো। এতদিনের আমাদের সুন্দর সুন্দর এত মুহূর্ত এতকিছু তুমি ভুলে গেছো। তোমার ছোট ছোট অনেক আবদার আমি পূরণ করেছি। আমার কষ্ট হলেও আমি অনেকের কাছ থেকে ধার নিয়ে হলেও সেটা আমি পূরণ করেছি। কিন্তু আমি যখন তোমাকে বাড়িটি লিখে দিতে পারিনি তখনই তুমি আমাকে ছেড়ে ১৭ সেপ্টেম্বর চলে গেছো। এতদিন পর্যন্ত তুমি আমার টাকা আর আমার বাবার টাকা দিয়ে সেলিব্রিটি হয়েছো। আমি মামুনকে বলেছিলাম তার স্বপ্ন পূরণে আমি তার পাশে থাকবো। কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। কারণ তার স্বার্থে আঘাত লেগেছে। স্বার্থ পূরণ না হলে মানুষ এভাবেই ভালোবাসার দিকেও তাকায় না। প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ বিষয়ে লায়লা মুখ খুললেও মামুনের এখনও কিছুই জানায়নি।
মামুনের সাথে সে ১৭ সেপ্টেম্বরের পর থেকে আর যোগাযোগ করতে পারছে না লায়লা। তাই তো লায়লা সোশ্যাল মিডিয়ায় তার মেসেজ গুলো শেয়ার করছে। মামুন লায়লার সম্পর্ক কারো অজানা নয়। নিজের থেকেও বয়সে বড় এক নারী লায়লাকে তিনি বিয়ে করেছেন। সে লায়লাকে বিয়ে করে প্রিন্স মামুন ব্লগিং শুরু করে টিকটক করে। তিন বছর ধরে একসাথে থাকছিল তারা। লায়লার পাশেই থাকছিল মামুন। একেবারে রাজার হালে। সেখানে বন্ধু বান্ধব থেকে শুরু করে মামুনের ফ্যামিলি পর্যন্ত আসতো। লায়লার টাকা দিয়ে মামুন এতদিন আরাম আয়েশ করেছে। এমনকি লায়লা থেকে টাকা নিয়ে মামুন তার গ্রামের বাড়িতে ডুপ্লেক্সে একটি বাড়ি বানিয়েছে। অবশেষে মামুন তার আরেকটি লোভের চাহিদা সামনে এনেছেন। যে চাহিদাটি পূরণ করতে পারেনি লায়লা। তাই সে লায়লাকে ছেড়ে চলে গেছে। মামুনের কি তাহলে উদ্দেশ্য ছিল লায়লা থেকে সবকিছু নিয়ে লায়লাকে পথের ফকির বানিয়ে দেওয়া। না হলে বাড়িটি না দেওয়ার কারণে এই তিন বছরের সম্পর্ক ভালোবাসা এতই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে রেখে মামুন কিভাবে চলে যেতে পারলো? প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ হওয়ায় সেটাই এখন বুঝতে পারছে লায়লা।
প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ বিষয়ে লায়লা বলছে মামুন আমার টাকা পয়সার লোভে পড়ে আমাকে বিয়ে করেছে। আমাকে শুধু টিস্যু পেপারের মতো ইউজ করেছে। মূলত টিকটকের মাধ্যমে মামুন কিছুটা জনপ্রিয়তা পায়। এরপর প্রিন্স মামুনের সাথে অপুভাইয়ের একটি মারামারি ঘটনা হয়। সে ঘটনা পরে মামুন আরেকটু সবার কাছে পরিচিতি পায়। কিন্তু টিকটকারই ছিল মামুন। এরপর হঠাৎ করে মামুনের সাথে লায়লাকে দেখা যায়। তাদের এই বয়সের ব্যবধানে মানুষ তাদেরকে নিয়ে ট্রলে ভাসিয়ে দিত। কিন্তু তাদের এই সম্পর্ক তিন বছর ধরে চলতে থাকে। অবশেষে মামুন যে লোভে তার থেকেও বয়সে অনেক বড় একজন মেয়েকে বিয়ে করেছে সে চাহিদাটি পূর্ণ না হওয়ায় সে লায়লার ভালোবাসা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে।
আই নিউজ/আর
আরও পড়ুন
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে