বিনোদন ডেস্ক
ইরানি চলচ্চিত্র নির্মাতা দারিউসকে স্ত্রীসহ হ ত্যা
ইরানি চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই ও তার স্ত্রী ভাহিদিয়া মোহাম্মাদি। ছবি- AP
ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই ও তার স্ত্রী ভাহিদিয়া মোহাম্মাদির লা শ উদ্ধার করেছে পুলিশ। ইরানের সরকারি গণমাধ্যম আইআরএনএর বরাতে চলচ্চিত্র নির্মাতার মৃ ত্যু র খবর নিশ্চিত করেছে এপি।
এটিকে গু প্ত হ ত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে হ ত্যা কা ণ্ডে র সঙ্গে কারা জড়িত, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে চলতি সপ্তাহেই মেহেরজুইয়ের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে পোস্ট করেছিলেন, কেউ তাকে চাকু দিয়ে মা রা র হুমকি দিচ্ছে। তাদের ঘাড়ের পাশে মা রা ত্ম ক জ খ ম হয়েছে। ম র দে হে র পাশেই একটি চাকু পাওয়া যায়।
ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মেহেরজুই ও তার স্ত্রী মোহাম্মাদিকে ছু রি কা ঘা তে হ ত্যা করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাতে নির্মাতার মেয়ে মোনা মেহেরজুই তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার উপকণ্ঠে তাদের বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে গেলে সেখানে তাদের মৃতদেহ দেখতে পান।
উল্লেখ্য, দারিউস মেহেরজুইয়ের স্ত্রী চিত্রনাট্য ও সিনেমার গল্প লিখতেন। ৮৩ বছর বয়সী মেহেরজুই সত্তর দশকের গোড়ার দিকে ইরানের ‘নিউ ওয়েভ’ চলচ্চিত্রের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। ৬০’এর দশক থেকে নিয়মিত সিনেমা বানাতেন। ‘দ্য কাউ’ সিনেমা দিয়ে ইরানের নিউ ওয়েভ সিনেমাকে নতুন করে বিশ্বসিনেমার দরবারে নিয়ে যান তিনি। সিনেমাটিতে পরোক্ষভাবে রাষ্ট্রের শাসকদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হবে, এমন অভিযোগ এনে ‘দ্য কাউ’ ইরানে নিষিদ্ধ হয়।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে