বিনোদন ডেস্ক
এবার গান বাংলার তাপস-মুন্নীর সংসার ভাঙলেন বুবলী!
ছবি- অনলাইন
সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, চিত্রনায়িকা বুবলী তাঁর স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন! এ স্ট্যাটাস প্রকাশের পরপরই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও এখন মুন্নী বলছেন তার ফেসবুক হ্যাক করা হয়েছিল।
এর আগে শুক্রবার (৩ নভেম্বর) রাতে ফারজানা মুন্নীর ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে দাবি করা হয়, চিত্রনায়িকা বুবলী তার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।
ফেসবুক পোস্টে মুন্নী লেখেন, ‘তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগনেন্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস ও বুবলী দুজনেই দায়ী থাকবে!’
মুন্নীর এমন স্ট্যাটাসের পরেই আলোচনায় চলে আসেন তাপস-বুবলী। যদিও সেই স্ট্যাটাসটি কিছুক্ষণ পরেই ফেসবুক থেকে মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তুলকালাম বেধে যায়। মিশ্র সমালোচনা চলতে থাকে। বুবলীকে অনেকে কটাক্ষ করতে থাকেন। আবার তাপসেরও সমালোচনায় সরব হন অনেকে।
দিনভর তুলকালাম শেষে বিষয়টি নিয়ে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন মুন্নী। যেখানে তিনি দাবি করেছেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।
মুন্নী লিখেছেন, আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে, যা আপনারা সবাই দেখেছেন। আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।
এদিকে, তাপসের টিএম ফিল্মস থেকে সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ‘খেলা হবে’ সিনেমাটিতে দেখা যাবে পরীমনি ও শবনম ইয়াসমিন বুবলীকে!
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে