বিনোদন ডেস্ক
এআর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী গান ‘কারার ওই লৌহ-কপাট’। এ গানের সাথে জড়িয়ে আছে বাঙালির মুক্তিসংগ্রামের চেতনার সুর। ‘কারার ওই লৌহ-কপাট’ গানটির রিমেক তৈরি করেছেন ভারতের খ্যাতিমান সুরকার এআর রহমান। কিন্তু ‘পিপ্পা’ সিনেমায় ব্যবহার করা তাঁর গানটি প্রকাশ্যে আসতেই নিন্দাই ঝড় বইছে।
‘কারার ওই লৌহ-কপাট’ গানটি যে সুরে এতোদিন মানুষ শুনে এসেছে, সেই সুরের বাইরে গিয়ে অনেকটা বিকৃতি করে সুর করেছেন এআর রহমান। বলিউডের ঈশান খট্টর এবং মৃণাল ঠাকুর অভিনীত ‘পিপ্পা’ সিনেমায় ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গান ‘কারার ওই লৌহ-কপাট’।গানটির সুর বিকৃতির অভিযোগে এখন অভিযুক্ত উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ও অস্কারজয়ী সুরকার এ আর রহমান। ফলে এটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ।
সংগীতপ্রেমী ও নজরুল ভক্তদের পাশাপাশি দুই বাংলার অনেক শিল্পীরা গানের রিমেক ভার্সন নিয়ে আপত্তি জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক শাহীন সামাদ।
গণমাধ্যমকে তিনি বলেছেন, এটা জাতীয় কবি নজরুল ইসলামের লেখা বিখ্যাত গান। যা আমাদের বাঙালী জতির আবেগ। এ আর রহমানের মত একজন বিশ্বমানের শিল্পী এই গানের সুর বিকৃতি করলো কি করে! এটা তিনি করতে পারেন না। আমরা নিজেরা তো এর প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানো হবে। আমি মনে করি সমস্ত নজরুল সংগীতশিল্পীদের একত্র হয়ে এর প্রতিবাদ জানানো জরুরি।
উল্লেখ্য, সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন এ আর রহমান। তার সঙ্গে আরো গেয়েছেন রাহুল দত্ত, তীর্থ ভট্টাচার্য, পীযূষ দাস, শালিনী মুখার্জি, দিলাশা চৌধুরী, শ্রয়ী পাল প্রমুখ। তবে, প্রকাশের পর থেকে গানটি নিয়ে সমালোচনা চললেও এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এ আর রহমান।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে