বিনোদন ডেস্ক
ইন্ডিয়ান অব দ্য ইয়ার হলেন শাহরুখ খান
ইন্ডিয়ান অব দ্য ইয়ারের খেতাব জিতলেন শাহরুখ। ছবি- সংগৃহীত
বলিউডে ২০২৩ সালটা কিং শাহরুখ খানের জন্য ছিল ধামাকার বছর। একের পর এক হিট ছবি দিয়ে গোটা বছর দর্শকদের মাতিয়ে রেখেছেন এই অভিনেতা। তাঁর প্রতিদানও পেয়েছেন। সবকটি ছবিই হয়েছে ব্যবসা সফল। পাশাপাশি দুর্দান্ত অভিনয়ের জন্য সিএনএন-নিউজ১৮’ এর ইন্ডিয়ান অব দ্য ইয়ারের মুকুট পরলেন এই জনপ্রিয় অভিনেতা।
গত বুধবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার নয়াদিল্লির তাজ প্যালেসে সন্ধ্যা ৬টায় অ্যাওয়ার্ড শো শুরু হয়। শাহরুখ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণি রত্নম, জাভেদ আখতারসহ অনেক ব্যক্তিত্ব।
‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’ নির্বাচিত হয়ে কিং খান বলেন, সব সময় সবার শান্ত থাকা উচিত। শান্ত থেকে কঠোর পরিশ্রম করা উচিত। তাহলে সাফল্য আসবেই।
শাহরুখ আরও বলেন, তিনি প্রত্যাশা ভরা চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। তিনি বিশ্বাস করেন, ভালোর ফল সবসময়ই ভাল হয়।
প্রসঙ্গত, শাহরুখের ২০২৩ শুরু হয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে। এরপর কিং খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়েও ছিলো ভক্তদের মধ্যে দারুন উত্তেজনা।
২০২৩ সাল শেষ হয় রাজকুমার হিরানির সিনেমা ‘ডানকি’ দিয়ে। এ সিনেমা দেখতে প্রায় ১ কোটিরও বেশি দর্শক ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে। মোট কথা, ২০২৩ সাল খান সাহেবের!
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে