Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ১৬ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৯:২০, ১৬ জানুয়ারি ২০২৪

এবার শেখ হাসিনার চরিত্রে আসছেন অপু বিশ্বাসকে 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরেই সফল কোনও ছবিতে দেখা যাচ্ছে না একসময়ের দারুণ সফল নায়িকা অপু বিশ্বাসকে। ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে বারবার এসেছেন মিডিয়ার সামনে। তবে, এবার জানা গেল একটি সিনেমায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপু বিশ্বাসকে। অপু বিশ্বাসের চরিত্রের নাম ‘হাসু’। 

শোনা যাচ্ছে এ সিনেমায় ১০০ টাকা পারিশ্রমিক নেবেন। ছবিটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার। তবে ‘শেখ রাসেলের আর্তনাদ’ ও ‘আমি মায়ের কাছে যাব’ দুটি নামরণ হয়েছে। এরমধ্যে একটি নাম চূরান্ত করা হবে বলে জানান সালমান। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে।

এ সিনেমা প্রসঙ্গে সালমান হায়দার গণমাধ্যমকে জানান, ‘২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিলো। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।’

অপু বিশ্বাসের ১০০ টাকা পরিশ্রমিক নেয়ার বিষয়ে তিনি বলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চান নি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’

অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

এই ছবিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা। এছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানান নির্মাতা।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়