ইমরান আল মামুন
আপডেট: ১৯:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪
মুশতাক তিশার ভালোবাসার গল্প
বর্তমানে আলোচনার শীর্ষ রয়েছে মুশতাক তিশার ভালোবাসার গল্প নিয়ে। প্রথমে আলোচনায় এসেছিল তাদের বিবাহ বিষয় নিয়ে। পরবর্তী সময়ে এসেছে তাদের এ বিষয়ের উপর প্রকাশিত বইয়ের উপরে। সাম্প্রতিক সময়ে তাদের নিয়ে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আজকে সে বিষয় নিয়েও তুলে ধরব এই প্রতিবেদনে।
মুশতাক তিশার পরিচয় কি
তাদের ঘটনা শুরু হয় অসম প্রেম দিয়ে। বেশ কয়েকদিন আগে এই ঘটনা ঘটে। তা পুনরায় আবার আলোচনায় এসেছে তাদের লেখা বই নিয়ে। তাদের বই সম্পর্কে আমরা পরে জানব। এখন জানব তাদের পরিচয় সম্পর্কে। খন্দকার মোস্তাক আহমেদ হচ্ছেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য। অন্যদিকে ওই কলেজের শিক্ষার্থী হচ্ছে সিনথিয়া ইসলাম তিশা। তার বয়সের পার্থক্য অনেক বেশি। কিন্তু তারা ভালোবাসায় আবদ্ধ হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর এ বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভাইরাল হয় এবং তখন থেকে তারা আলোচনায় আসেন। এই ছিল তাদের পরিচয়।
মুশতাক তিশার ভালোবাসার গল্প বই মেলাতে
তাদের এই ভালবাসাকে কেন্দ্র করে খন্দকার মুসতাক দুটি গল্পের বই লিখেন। একটি হচ্ছে মুশতাক এন্ড তিশা অপরটি হচ্ছে তিশার ভালোবাসা। আর এবারের বই মেলাতে তাদের বই প্রকাশিত হয়। এ সময়ে অনেকেই তাদের বই ক্রয় করেছে এবং পড়েছেন। আর তাদের এই বই পাওয়া যাচ্ছে অনলাইনে রকমারিতে।
বইমেলাতে মুশতাক তিশার ঘটনা
গত ৯ ফেব্রুয়ারি তারা তাদের বই বিক্রির জন্য প্রমোশন করতে যায় বইমেলার স্টলগুলোতে। এই সময় প্রতিবাদ করতে দেখা যায় সাধারণ বই ক্রেতা এবং দর্শকদের। শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানান এবং অভিভাবকরাও জানান তাদের মতামত। এক সময় জনসাধারণের মুখে ওঠে ভুয়া ভুয়া আওয়াজ। এই সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে তারা এবং একসময় পুলিশ, আনসার বাহিনারা তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
বইমেলার দর্শকদের থেকে জানা যায় "মুশতাক তিশার ভালোবাসার গল্পের বই" এটা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কাছে বিরূপ প্রভাব ফেলবে। অনেক অভিভাবকরা এ বিষয়ে সচেতন হতে বলেছেন বইমেলা কর্তৃপক্ষের কাছে। যাতে সকল বিবেচনা করেই বই প্রকাশনীর অনুমতি দেওয়া হয়। সারা দেশজুড়ে তাদের এই গল্পের বই আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হচ্ছে।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে