Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

বরেণ্য শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন 

জনপ্রিয় ভারতীয় গজল শিল্পী পঙ্কজ উদাস।

জনপ্রিয় ভারতীয় গজল শিল্পী পঙ্কজ উদাস।

ভারত উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। দীর্ঘদিন শারিরীক অসুস্থতার মাঝে কাটানোর পর আজ বাহাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী তারকা শিল্পী। 

আজ (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান পঙ্কজ উদাস। তাঁর কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে দেশ-বিদেশের সঙ্গীতাঙ্গণে নেমেছে শোকের ছায়া। 

পঙ্কজ উদাস ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান তিনি। তাঁর গাওয়া বহুলশ্রুত গানগুলোর মধ্যে রয়েছে-  ‘চান্দি য্যায়সা রাঙ্গ হ্যায় তেরা’,  ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’ ইত্যাদি।

পঙ্কজ উদাসের প্রথম গজলের অ্যালবাম বের হয় ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামে। মূলত, এই অ্যালবাম দিয়েই সঙ্গীত দুনিয়ায় যাত্রা শুরু করেন পঙ্কজ উদাস। এরপর বলিউডসহ বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিম্লের গানে প্লে ব্যাক গেয়েছেন তিনি। 

পঙ্কজ উদাসের জীবনের উল্লেখযোগ্য হিট সঙ্গীতায়োজনের মধ্যে ১৯৮১ সালে মুকারার, ১৯৮২ সালে তারান্নুম, ১৯৮৩ সালে মেহফিল, ১৯৮৪ সালে রয়্যাল অ্যালবার্ট হলে পঙ্কজ উধাস লাইভ, ১৯৮৫ সালে নয়াব এবং ১৯৮৬ সালে আফরিনের মতো অনেকগুলি হিট রেকর্ড করেছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়