রুপম আচার্য্য:
আপডেট: ০০:১০, ২০ মার্চ ২০২৪
৮৬ তম সাংস্কৃতিক সন্ধ্যা
শান্তিনিকেতনে নৃত্য উৎসব ‘বসন্তরাগিনী’ উদযাপন
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: আই নিউজ
পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতনে বসন্ত উৎসব উপলক্ষে নৃত্য উৎসব ‘বসন্তরাগিনী’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তিসহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
শনিবার বিকালে বীরভূম জেলার শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে সাংস্কৃতিক সংস্থা ‘নান্দনিক মানুষ’ এর আয়োজনে ৮৬ তম সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে এই নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৪ টার দিকে নৃত্য শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক বিশাল র্যালী বের হয়।
সাংস্কৃতিক সংগঠক ঋতুরাজ প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট ভরতনাট্যম নৃত্যশিল্পী পিপাসা বারিক, রক্তিম সেন, রাজন্যা ঘোষ প্রমূখ।
অনুষ্ঠানে বাংলাদেশ, আমেরিকাসহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫শ’র মতো নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন। সেই সাথে উপস্থিত ছিলেন বিশ্বভারতী সঙ্গীত ভবনের বিভিন্ন অধ্যাপকগণসহ পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের আধিকারিকগণ। এসময় দর্শকের উপস্থিতি অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে।
এতে বিশেষ আকর্ষণ ছিল বিশ্বভারতীর নবীন, প্রবীণ ও প্রাক্তনদের দ্বারা পরিবেশিত শান্তিনিকেতনের রবীন্দ্র ধারায় বসন্ত নৃত্যনাট্য। অনুষ্ঠান শেষে সকল শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়।
সাংস্কৃতিক সংস্থা ‘নান্দনিক মানুষ’ এর পরিচালক ঋতুরাজ প্রামানিক আই নিউজকে বলেন, ‘আমাদের সাংস্কৃতিক সংস্থা ‘নান্দনিক মানুষ’ এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরেও বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বসন্ত উৎসব আয়োজন করা হয়েছিলো। এর সহযোগিতায় ছিলেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, ভারত সরকার মন্ত্রক। তাছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতিতে আমি আনন্দিত ও আপ্লুত হয়েছি।’
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে