রুপম আচার্য্য, শিলচর থেকে
পর্দা উঠলো দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড তারকা সৌরভ দাস। ছবি- রূপম আচার্য্য
চলচ্চিত্র নিয়ে ক্লাব ইচ্ছেডানা ও আদ্যা মা প্রোডাকশনের আয়োজন ‘দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব’। শনিবার (৬ এপ্রিল) জমকালো আয়োজনে পর্দা উঠেছে উৎসবটির ২তম আসরের। ভারতের শিলচরের বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন টালিউড অভিনেতা সৌরভ দাস। উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়, উৎসব চেয়ারপার্সন পরিচালক শর্মিষ্ঠা দেব, পরিচালক রাজদীপ সরকার, অভিনেতা অর্ক প্রভা ভট্টাচার্য, আনুষ্কা চক্রবর্তী প্রমুখ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব-এর চেয়ারপার্সন শর্মিষ্ঠা দেব। তিনি বলেন, ‘আমি সবসময় চেয়েছি আমার শিলচর যাতে এগিয়ে যায়, পিছিয়ে যেনো না থাকে। টালিউডের সবাইকে নিয়ে আমাদের এই চলচ্চিত্র উৎসবে বসে ছবি দেখা হোক। নাচ, গান মডেলিং হোক। আমরা যেনো ভালো ভালো বাংলা ছবি দেখতে পারি। আমার পরিচালিত ছবি ‘উদ্বাস্তু’ প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে এই দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবে। ছবির সিংহভাগ অভিনেতা- অভিনেত্রী বরাক উপত্যকার। এই ছবি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।’
উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয় শর্মিষ্ঠা দেব পরিচালিত ছবি ‘উদ্বাস্তু’। ছবিটি দেশভাগের কাহিনি নিয়ে নির্মিত। দেশভাগ ও সিলেটের গণভোটের উপর চলচিত্রটি নির্মাণ করা হয়। এর পরে প্রদর্শিত হয় রাজেশ রায় পরিচালিত ছবি ‘মাতৃপক্ষ’, ও অভিজিৎ শ্রীদাস পরিচালিত ছবি ‘বিজয়ার পরে’।
প্রসঙ্গত, গুয়াহাটি ও কলকাতার ১১ টি সিনেমা নিয়ে পর্দা উঠলো দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের। ৬ এপ্রিল শনিবার থেকে শুরু হওয়া দুইদিনব্যাপী এই উৎসবটি চলবে ৭ এপ্রিল রোববার পর্যন্ত। উৎসবের দ্বিতীয়দিন রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ফ্যাশন শো। এতে অর্ধশতাধিক মডেলরা র্যাম্পে হাঁটবেন। রয়েছে ছোট সোনামণিদের ফ্যাশন শো।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে