রুপম আচার্য্য, শিলচর থেকে
আপডেট: ২১:২৯, ৮ এপ্রিল ২০২৪
শেষ হলো দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব
সন্ধ্যায় জমকালো আয়োজনে পর্দা নেমেছে উৎসবটির দ্বিতীয় আসরের। ছবি- আই নিউজ
পর্দা নেমেছে দুই দিনব্যাপী দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় জমকালো আয়োজনে পর্দা নেমেছে উৎসবটির দ্বিতীয় আসরের।
চলচ্চিত্র নিয়ে ক্লাব ইচ্ছেডানা ও আদ্যা মা প্রোডাকশনের আয়োজন ‘দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব’ এর দ্বিতীয় দিন ভারতের শিলচরের বঙ্গভবনে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শুরুতে পরিচালক মৃণাল সেনের ১শ বছর উদযাপনে তাকে উৎসর্গ করা হয়।
দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবিগুলোর মধ্যে থেকে যারা পুরস্কার পেলেন। সেরা স্ক্রিপ্টের পুরস্কার পয়েছেন রোহিত, সৌমো, অন্নপূর্ণা, বনবিবি। সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন ‘পরিয়া’ ছবির চিত্রগ্রাহক উত্তরণ দে, সেরা শিশু অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘মাতৃপক্ষ’ ছবি থেকে সৌনিক দাস, সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘বনবিবি’ ছবি থেকে রূপাঞ্জনা মিত্র, সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘মাতৃপক্ষ’ ছবি থেকে বিমল গিরি ও ‘উদ্বাস্তু’ ছবি থেকে অর্কপ্রভ ভট্টাচার্য।
সেরা সঙ্গীত ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ‘মাতৃপক্ষ’ ছবি থেকে শুভেন্দু মাইতি, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন (জুরি) ‘পারিয়া’ ছবি থেকে বিক্রম চ্যাটার্জি, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন (জনগণের পছন্দ) ‘কলকাতা চলন্তিকা’ ছবি থেকে সৌরভ দাস, সেরা অভিনেত্রী (জুরি) মাতৃপক্ষ ছবি থেকে আনুস্কা চক্রবর্তী, সেরা অভিনেত্রী (জনগণের পছন্দ) ‘বিজয়ার পরে’ ছবি থেকে মমতা শঙ্কর, সেরা পরিচালক (জুরি) ‘পারিয়া’ ছবি থেকে তথাগত মুখার্জী, সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন (জনগণের পছন্দ) ‘বিজয়ার পরে’ ছবি থেকে অভিজিৎ এস দাস, সেরা ফিল্ম (জুরি) পুরস্কার পেয়েছে ‘পারিয়া’ এবং সেরা ছবি (জনগণের পছন্দ) পুরস্কার পেয়েছে ‘বিজয়ার পরে’ ছবি। সেরা খলনায়কের পুরস্কার পেয়েছেন ‘উদ্বাস্তু’ ছবি থেকে কাশী বিশ্বনাথ দাস, এবং আজীবন সম্মাননা পেয়েছেন রুমকি চ্যাটার্জি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার
এই ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে আরি পরিচালিত ছবি ‘রঙ্গমঞ্চ’ এর অভিনেতা ইন্দ্রজিৎ ঘোষ। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ডকু ফিচার রেড নট এর পরিচালক এহসাস কাঞ্জিলাল৷ সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘মহেশ’ এর পরিচালক অনিমেষ তরফদার ও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রিয়া তরফদার।
উৎসবের দ্বিতীয়দিন রোববার সন্ধ্যায় উদ্বোধনের পরপরই শুরু হয় ফ্যাশন শো। এতে শিলচরের অর্ধশতাধিক মডেলরা শাড়ি পড়ে র্যাম্পে হাঁটেন। তাছাড়া ক্ষুদে মডেলরাও ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন। এর আগে শনিবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে।
সমাপনী দিন সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপার্সন পরিচালক শর্মিষ্ঠা দেবের মনোমুগ্ধকর সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি, তথাগত মুখার্জি, সৌরভ দাস, অর্ক প্রভা ভট্টাচার্য, পরিচালক রাজদীপ সরকার, রাজেশ রায়, রাজদীপ ঘোষ, অভিজিৎ শ্রীদাস, অভিনেত্রী রুপাঞ্জনা মিত্র, আনুষ্কা চক্রবর্তী প্রমুখ।
দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন শর্মিষ্ঠা দেব বলেন, ‘এইবছর দ্বিতীয় বার সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছি। গতবছর ছিলো আমাদের প্রথম আসর। আমরা অনেক ছবি নিয়ে ফেস্টিভ্যালটির আয়োজন করেছি। তার ধারাবাহিকতায় এই বছর আমরা ৬টি ছোট ছবি ও ৭টি বড় ছবি দেখিয়েছি। তারমধ্যে বিভিন্ন বিভাগে আমাদের পুরস্কার বিতরণ করা হয়েছে।’
শর্মিষ্ঠা আরো বলেন, ‘আয়োজিত অনুষ্ঠান যেটাকে ‘অ্যাওয়ার্ড নাইট’ বলে। এই উৎসবে আমাদের ও আমার ছবিকে প্রতিযোগিতা থেকে দূরে রেখেছি। আমার একটি ছবি ‘উদ্বাস্তু’ সেখানে দেখানো হয়েছে। ছবিটি দেশভাগের কাহিনি নিয়ে নির্মিত। দেশভাগ ও সিলেটের গণভোটের উপর চলচিত্রটি নির্মাণ করা হয়। সেখানে আমার ছবির খলনায়ক চরিত্রে একটি ছেলে পুরস্কার পেয়েছে। আমাদের সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল থেকে রুমকি দিকে আজীবন সম্মাননা দিয়েছি। সেগুলো আমার কাছে সত্যি একটি বড় পাওয়া। সত্যি বলতে কি, এই রকম একটা অনুষ্ঠান শিলচরে করতে পারছি, কারণ আমাদের যারা পন্সর করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।’
প্রসঙ্গত, গুয়াহাটি ও কলকাতার ছোট-বড় মিলিয়ে ১৩টি সিনেমা নিয়ে পর্দা উঠেছিলো দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে