নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:১২, ৩০ জুন ২০২৪
সঙ্গীতের রিয়্যালিটি শো
শুরু হয়েছে টিএসএস সুপার সিঙ্গারের দ্বিতীয় আসর: চলছে রেজিষ্ট্রেশন
জমকালো আয়োজনে কেক কেটে ‘টিএসএস সুপার সিঙ্গার’ দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন করা হয়। ছবি : আই নিউজ
শেকড়ের গান তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে সিলেট বিভাগ নিয়ে বাংলা গানের অন্যতম রিয়্যালিটি শো ‘টিএসএস সুপার সিঙ্গার ২০২৪’ এর দ্বিতীয় আসর শুরু হয়েছে। গতকাল শনিবার (২৯ জুন) রাতে মৌলভীবাজারের কুসুমবাগ পয়েন্টের একটি রেস্তোরাঁর হলরুমে জমকালো আয়োজনে কেক কেটে রিয়্যালিটি শো’র শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পরপরই শুরু হয়ে যায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সঙ্গীতের রিয়্যালিটি শো ‘টিএসএস সুপার সিঙ্গার ২০২৪’ এর দ্বিতীয় আসরের আয়োজন করেন তরুণ সনাতনী সংঘ (টিএসএস) এর সাংস্কৃতিক শাখা ডিভোটি। এর আগে গত বছর প্রথম আসরের আয়োজন করা হয়েছিল।
এবারের আসর সিলেট বিভাগের ৪টি জেলা তথা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে প্রতিযোগীরা সকল বিভাগের গান নিয়ে রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করতে পারবেন। এর আগে ২০২৩ সালে প্রথম আসর শুধু মৌলভীবাজার জেলা নিয়ে অনুষ্ঠিত হয়েছিল।
সব ধরনের বাংলা গান দিয়ে সাজানো হয়েছে এবারের আসর। এর আগে ২০২৩ -এর প্রথম আসরে ধর্মীয় সঙ্গীত, ভজন, কীর্তন, ভক্তিগীতি, শ্যামা সঙ্গীত ও বিভিন্ন গীতিকারের প্রার্থনা সংগীতের মাধ্যমে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রিয়্যালিটি শো’র আয়োজন সম্পর্কে বক্তব্যে তুলে ধরেন ‘টিএসএস সুপার সিঙ্গার ২০২৪’ সিজন -২ এর সদস্য সচিব প্রীতম দত্ত সজীব। বিশ্বজিৎ দত্ত বিজিত এর মনোমুগ্ধকর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমসিএস এর পরিচালক শওকত হাসান এলিন, বেঙ্গল ফুডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুনিম আহমদ রিমন, উদীচী মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রামেন্দ্র দাস, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, টিএসএস কেন্দ্রীয় কমিটির সভাপতি পলাশ পাল, গুরুকুলের সভাপতি তপন কান্তি ধর, পত্রস্নান ইকো রিসোর্টের প্রতিষ্ঠাতা পরিচালক জসিম খান রিজভী, ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মো. জাকারিয়া, সঙ্গীত শিল্পী গোপন চক্রবর্তী, জয়দীপ রায় রাজু, নিউটন বিশ্বজিৎ দেব, ডেইলী অবজারভারের সাংবাদিক রুপম আচার্য্য, রাজিব ঘোষ, কাজল মল্লিক, মনবীর রায়, আলো দেবী, টিএসএস সুপার সিঙ্গার -২০২৩ এর চ্যাম্পিয়ন দেবযানী রায় প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন টিএসএস সুপার সিঙ্গার -২০২৩ এর চ্যাম্পিয়ন দেবযানী রায়। রেজিস্ট্রেশনের পর প্রাথমিক বাছাই পর্ব হবে অনলাইনে। পরে নির্বাচিত প্রতিযোগিদের নিয়ে মূল ৫টি পর্ব অনুষ্ঠিত হবে। আর সেখান থেকে টপ ফাইভ খুঁজে বের করা হবে।
আই নিউজ/আরএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে