Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ১৫ জুলাই ২০২৪

দাওয়াত ছাড়া আম্বানির বিয়ে খেতে গিয়ে পুলিশে আটক ২ জন

অনন্ত আম্বানির বিয়ের ছবি। সংগৃহীত

অনন্ত আম্বানির বিয়ের ছবি। সংগৃহীত

ভারতে আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের রেশ যেন কাটছেই না। গত কয়েক মাস ধরে বিয়েকে ঘিরে চলছে নানা ঝাঁকঝমকপূর্ণ আয়োজন। সবশেষ, গত শুক্রবার ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয়। এখনো চলছে উৎসব। এর মধ্যেই জানা গেল, দাওয়াত ছাড়াই লুকিয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন দুজন। তাদের আটক করেছে পুলিশ।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এ দুজনের মধ্যে একজনের নাম ভেঙ্কাটেশ নারাসাইয়া (২৬)। তিনি একজন ইউটিউবার হিসেবে নিজেকে পরিচয় দেন। আরেকজনের নাম লুকাম মোহাম্মাদ সাফি শেখ (২৮)। তিনি একজন ব্যবসায়ী।

দুজনেই ভারতের অন্ধ্র প্রদেশ থেকে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আসেন। উদ্দেশ্য ছিল বিয়ের এই আয়োজন সচক্ষে দেখা। এমনকি সেখানে গিয়েও উপস্থিত হন দুজন। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ার পর আটক করা হয়। পরে দুজনের বিরুদ্ধেই মামলা হয়।

গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সর্বত্রই এখন আলোচনার বিষয় এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠান। গত শুক্রবার থেকে মূল বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। এতে উপস্থিত হচ্ছেন দেশি বিদেশি স্বনামধন্য ব্যক্তি ও তারকারা। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ২৬০ বিলিয়ন ডলার।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়