Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৮:১১, ১৬ জুলাই ২০২৪

নীতা আম্বানির পরিচয় ও ব্যক্তিগত জীবন

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে নীতা আম্বানির পরিচয়, তার বয়স কত এবং সম্পত্তির পরিমাণ কত এই সকল বিষয় নিয়ে। আর আজকে আমরা তার ব্যক্তিগত জীবন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। 

সাম্প্রত সময়ে এই বিষয়টি ভাইরাল হওয়ার অন্যতম কারণ হচ্ছে তার ছেলে অনন্ত আম্বানির বিয়ে নিয়ে। এই বিয়েতে থাকছে বলিউড থেকে হলিউডের পর্যন্ত নামকরা তারকারা। যেমন তার প্রি-ওয়েডিং এ উপস্থিত ছিলেন বিল গেটস, মার্ক জাকারবাগসহ আন্তর্জাতিক পর্যায়ের সকল গণ্যমান্য ব্যক্তিরা। এবারের এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আরো অনেকেই। বিশেষ করে বলিউড এবং বিভিন্ন খেলোয়াড়দের আগমনের পরিমাণ দেখা গিয়েছে বেশি। আরেকটি দেখার মত বিষয় হচ্ছে সাধারণ মানুষের এখানে বাদ যায়নি। ৪০ দিন পর্যন্ত তাদের ফ্রি খাওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে। এই সকল বিষয় নিয়েই এখন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ট্রেন্ডিং এ রয়েছেন তারা। আর এই ফ্যামিলির মধ্যে অন্যতম একজন হচ্ছে নীতা আম্বানি। আর এই প্রতিবেনে আলোচনা করা হচ্ছে তাকে নিয়ে।

নীতা আম্বানির পরিচয় ও ব্যক্তিগত জীবন

তিনি হচ্ছেন ভারতের বিখ্যাত ব্যবসায়ী এবং পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকা হয়েছে অবস্থান করা মুকেশ আম্বানির স্ত্রী। তিনি ১৯৬৩ সালে ভারতের জন্মগ্রহণ করেন। বর্তমান সময়ে তার বয়স হচ্ছে ৬০ বছর। মূলত তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন। এক প্রোগ্রামে মুকেশ আম্বানি তার নৃত্যের মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন এবং পরবর্তী সময়ে তিনি বিয়ে করেন। তার মোট তিনটি সন্তান রয়েছে। ইশা আম্বানি, অনন্ত আম্বানি, আকাশ আম্বানি। 

তার কর্মজীবন 

তিনি হচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপার্সন ও প্রতিষ্ঠাতা। এছাড়াও আরো তিনি বিভিন্ন কর্মজীবনের সঙ্গে জড়িত রয়েছেন। ভারতের অন্যতম শক্তিশালী আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধার তিনি। 

তিনি ভারতের সফল ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন। আর তাকে আইকন হিসেবে মানে অনেকেই। সাম্প্রতিক সময়ে তার ছেলের বিয়ে নিয়েই বেশি আলোচনা হচ্ছে। তাদের সম্পর্কে অর্থাৎ নীতা আম্বানির পরিচয় ও অন্যান্য বিষয় সম্পর্কে পরবর্তী আপডেট পেতে হলে আমাদের সঙ্গে থাকুন। খুব দ্রুত এই নিয়ে আমাদের আপডেট প্রতিবেদন আসতে চলেছে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়