Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৯:৩০, ১৭ জুলাই ২০২৪

দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য আয়মান সাদিক প্রসঙ্গে

আয়মান সাদিক প্রসঙ্গে জুনাঈদ আহমেদ পলক বলেছেন দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। কোটা বিরোধী প্রসঙ্গ নেই এই কথা বলেছেন তিনি। আর আর কোন কোন বিষয় গুরুত্ব সহকারে বলেছেন তিনি সে বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে। 

বর্তমানে সারা বাংলাদেশ চলছে কোটা বিরোধী আন্দোলন। এর প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের মন্তব্য এবং পাল্টা মন্তব্য হচ্ছে। বাংলাদেশ হাইকোর্টের এই বিষয় নিয়ে বারবার নির্দেশনা দিচ্ছে কোটা প্রক্রিয়া বহাল থাকবে। এরপরও শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষের আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। এর‌ই প্রেক্ষাপটে এই বিষয় নিয়ে ফেসবুকে একটি পোস্ট করার আয়মান সাদিক। আয়মান সাদিক হোসেন একজন বাংলাদেশের লাইন কন্টেন্ট ক্রিয়েটর, মোটিভেশনাল স্পিকার এবং শিক্ষক। তার প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী রয়েছে। এছাড়াও তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে। কিন্তু সাম্প্রতিক সমূহে তিনি কোটা বিরোধীর পক্ষে একটি ফেসবুক পোস্ট করেন। আর সে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন জুনাঈদ আহমেদ পলক। তিনি বলেছেন প্রত্যেক মানুষের নিজস্ব পেশা রয়েছে এবং মতের ভিন্নতা রয়েছে। রাজনৈতিক ভিন্নতা থাকতেই পারে কিন্তু মুক্তিযোদ্ধার বিপক্ষে সেটা কখনো কার্যগত নয়। আরে ধারাবাহিকতায় তিনি আরো বলেছেন দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।

মূলত মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে মনোভাব যাদের রয়েছে তাদের মধ্যে যেই হোক তাদের পরিত্যাজ্য করা দরকার। অনেকটা এভাবেই তিনি উল্লেখ করেছেন। আবার বিশেষ কয়েকটি মাধ্যম থেকে জানা যাচ্ছে টেন মিনিট স্কুল যেটার প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। আর এই প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা বিনিয়োগের কথা উল্লেখ ছিল। সেটিও নাকি এখন বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি টেন মিনিট স্কুলের ওপর এই অর্থ বিনিয়োগ করবে না আর এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

তাদের সংক্রান্ত আরো সর্বশেষ খবর এবং আপডেট পেতে হলে আমাদের সঙ্গে থাকুন। বাংলাদেশের সর্বশেষ খবর গুলো আমাদের পত্রিকায় তুলে ধরা হয়ে থাকে সবার আগে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়