রুপম আচার্য্য
কলকাতায় ‘যামিনী কৃষ্ণ মূর্তি নৃত্য উৎসব’ অনুষ্ঠিত
অনুষ্ঠান শেষে মঞ্চে এক ফ্রেমে বিশেষ অতিথি ও নৃত্য শিল্পীরা। ছবি: আই নিউজ
কলকাতায় নান্দনিক মানুষ ফাউন্ডেশন এর উদ্যোগে কলামন্ডলম প্রেক্ষাগৃহে ‘যামিনী কৃষ্ণ মূর্তি নৃত্য উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবেশিত হয় ভারতীয় শাস্ত্রীয় ও ধ্রুপদী নৃত্য শৈলী।
ঋতুরাজ প্রামানিক এর পরিচালনায় নৃত্য কিংবদন্তী পদ্মবিভূষণ যামিনী কৃষ্ণ মূর্তির স্মরণে শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে গুরু ড. থাঙ্কুমনি কুট্টিকে জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হয়।
অভিসিক্তা মৈত্র’র একক কথাকলি পারফরমেন্স ‘পাঞ্চালি’ চরিত্রটি যেন বর্তমান পরিস্থিতিকে আরও একবার মঞ্চে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা কলামণ্ডলমের সভাপতি সোমনাথ কুট্টি, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মালবিকা সেন।
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে গুণী শিল্পীরা এসেছিলেন এই অনুষ্ঠানে যোগ দিতে। যার মধ্যে ভরতনাট্যমে মালবিকা সেন ড্যান্স একাডেমীসহ অনুসূয়া সুর মন্ডল, অগ্নিভ বিশ্বাস, তনয় হালদার, পিপাসা বারিক, দীপমালা সিং, মৌ সাহা, তনিমা মন্ডল ও অরুনাভ বর্মন এর নিবেদন নজর কাড়ে।
এদিকে গৌড়ীয় নৃত্যে ড. পারমিতা ব্যানার্জী ও মনিপুরী নৃত্যে বিশ্বভারতীর প্রাক্তনি ড. তানিয়া চক্রবর্তী অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। কুচিপুড়ি নৃত্য পরিবেশনে শুভ জেনা ও তাঁর ছাত্রীরা দর্শকের মন জয় করেছেন। এছাড়া অভিসিক্তা মৈত্র’র একক কথাকলি পারফরমেন্স ‘পাঞ্চালি’ চরিত্রটি যেন বর্তমান পরিস্থিতিকে আরও একবার মঞ্চে উপস্থাপন করেন।
পাশাপাশি কত্থক নৃত্যশিল্পী দেবিকা ভৌমিক ও অভিষিক্তা মুখোপাধ্যায় এককথায় অনবদ্য। সর্বোপরি ওড়িশি নৃত্যে উর্জসী ভট্টাচাৰ্যের একক এবং বিশ্বজিৎ চক্রবর্তীর দলগত উপস্থাপনা ছিল চমৎকার। বিশেষ আকর্ষণ ছিল মোহনা আইয়ার ও প্রিয়দর্শীনি ঘোষ পরিচালিত মোহিনীঅট্টম নৃত্য।
পরিচালক ঋতুরাজ প্রামানিক আই নিউজকে জানান, ‘এই অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে সুস্থ সংস্কৃতির বড় প্রয়োজন। তাই এমন অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।’
আই নিউজ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে