রুপম আচার্য্য
আপডেট: ১৪:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪
কলকাতায় ‘ত্রাহ্যস্পর্শী’ শীর্ষক নৃত্য মঞ্চায়ন
মঞ্চে ‘ত্রাহ্যস্পর্শী’ শীর্ষক নৃত্যের শিল্পীরা। ছবি: আই নিউজ
পুজো আসতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তবে ইতিমধ্যেই সাংস্কৃতিক জগতে আগমনী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় কলকাতার মোহিত মৈত্র মঞ্চে নিত্যার উদ্যোগে ‘ত্রাহ্যস্পর্শী’ শীর্ষক নৃত্য মঞ্চায়ন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাচিক শিল্পী ঋতুরাজ প্রামানিক। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন তিনজন বিশিষ্ট নৃত্য শিল্পী ঋত্বিক রাত্রি দাস, সিদ্বেশ দাস ও আকাশ খোসো।
মূলত শ্রী চন্ডীর একটি অধ্যায় থেকে স্ক্রিপ্টটি রচনা করেছেন অনুরণ বসু। কণ্ঠে তুহিন মহাপাত্র ও অক্লান্তা মজুমদার। ধ্বনি পরিস্ফুটন ও সম্পাদন করেছে পাল ষ্টুডিও। আলোকসম্পাতে সোমনাথ চক্রবর্তী ও সৌমেন চক্রবর্তী। শব্দ সন্তু চক্রবর্তী।
এতে বিভিন্ন দেব দেবী ও অসুরদের চরিত্রে ছিলেন কলকাতার গুণী নৃত্যশিল্পীগণ। যার মধ্যে শুম্ভ ও নিঃশম্ভর চরিত্রে বিশ্বপ্রতিম বোস ও অর্ণব হালদার, রক্তবীজ চরিত্রে কুমার গোবিন্দ এবং ধূমরোলোচনের চরিত্রে রাকেশ বিশ্বাস, চন্ড ও মুন্ড দুই অসুরের চরিত্রে সৌনাভ বোস ও সুদীপ্ত শীল, দেবী কৌশিকী ও আদ্যাশক্তি মহামায়ার চরিত্রে ঋত্বিক রাত্রি দাস, দেবী চামুন্ডা চরিত্রে সিদ্বেশ দাস দর্শকের মন জয় করেছেন।
আয়োজকরা জানায়, ‘সন্ধ্যায় রোম হর্ষক পারফরমেন্স রেখেছেন শিল্পীরা। বিশেষ ভাবে উল্লেখযোগ্য দেবী চামুন্ডা র প্রসথেটিক মেকআপ, যা কলকাতার কোনো মঞ্চে নৃত্য প্রযোজনার ক্ষেত্রে আজ অবধি বিরল। শিল্পী সিদ্বেশ নিজেই সেই মেকাপটির নির্মাণ করেছেন। পাশাপাশি বহু পুরুষ নৃত্যশিল্পীদের দেখা গেছে বিভিন্ন দেবীর চরিত্রে। সেক্ষেত্রেও সকল মেকআপ আর্টিস্টদের একটা বড় ভূমিকা ছিল এই প্রোডাকশনে। দেবীদের পোশাক নির্মাণ করেছেন শিল্পী সুমন পোদ্দার। যিনি নিজেও এই প্রোডাকশনে একটি দেবীর ভূমিকায় ছিলেন। মঞ্চসজ্জা, আলো, শব্দ, নৃত্যের ছন্দ, যুদ্ধের কৌশল সব মিলিয়ে দর্শক এক ঘন্টা পার করেছেন মুগ্ধতার সাথে। অনুষ্ঠানের অন্তিম পর্বে সকল শিল্পীকে আয়ুস গুপ্তর স্পন্দিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।’
আই নিউজ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে