বিকাশ বিশ্বাস
শ্রীমঙ্গলে আগমনী সংগীতানুষ্ঠান ও শীর্ষক নৃত্যনাটা মঞ্চায়ন
আগমনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন সারগাম সংগীত বিদ্যালয়ের শিল্পীরা। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুভ মহালয়া উপলক্ষে আগমনী সংগীতানুষ্ঠান, নৃত্য ও ‘শক্তিরুপিণী দেবী দুর্গা’ শীর্ষক নৃত্যনাট্য মঞ্চায়ন করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে দেবাঙ্গন ছাত্র পরিষদের আয়োজনে এ আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দর্শক উপস্থিতি বেশ চোখে পড়ার মতো ছিল।
অনুষ্ঠানের শুরুতে শঙ্খধ্বনি ও ঢাকের তালে এবং মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আগমনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে সারগাম সংগীত বিদ্যালয়ের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি সুমন রায়, দেবাঙ্গন ছাত্র পরিষদের উপদেষ্টা সাংবাদিক এস কে দাশ সুমন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, ‘দেবাঙ্গন ছাত্র পরিষদের পক্ষ থেকে মহালয়া উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হল ভর্তি দর্শক সবাই খুব সুন্দরভাবে উপভোগ করছেন। আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম বর্তমান পরিস্থিতিতে খুবই প্রয়োজন। আমাদের তরুণ সমাজ যদি মাদক থেকে দূরে থেকে সাহিত্য সংস্কৃতি নিয়ে থাকে তাহলে এটা আমাদের সবার জন্য একটা ইতিবাচক ইঙ্গিত বহন করে।’
আই নিউজ/আরএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে